
ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা শিক্ষকের মৃত্যু
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলহাজ্ব নইমুদ্দিন নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন।
শনিবার (৩ মে) ওই উপজেলার রাতোর ইউনিয়নের ফরিদপাড়া বাংলাগড় এলাকায় এ ঘটনা ঘটে।নিহত মাদরাসা শিক্ষক আলহাজ্ব নইমুদ্দিন (৫৩) বাঁচোর স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার সহকারী শিক্ষক এবং ফরিদপাড়া বাংলাগড় এলাকার মৃত এমাজউদ্দীনের ছেলে।পুলিশ ও স্বজনদের বরাতে জানা গেছে, শনিবার দুপুরে নইমুদ্দিন বাংলাগড় বাজার সংলগ্ন নির্মাণাধীন বাড়ির ছাদে বৈদ্যুতিক পাম্পের মাধ্যমে পানি দিচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত পাম্পের পাশে থাকা একটি খোলা বিদ্যুতায়িত তারে জড়িয়ে পড়েন,এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।নিহতের ছেলে আব্দুল আওয়াল বলেন, ‘শনিবার সকালে বাবার সঙ্গে বাসা থেকে বের হই। আমি ধান খেতে কীটনাশক দিতে যাই, আর বাবা ছাদে পানি দিতে যান। পরে বাসায় ফিরে বাবাকে না পেয়ে খুঁজতে গিয়ে দেখি তিনি বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে রয়েছেন। তখনই বুঝতে পারি, বাবা আর নেই।’
রাণীশংকৈল থানার উপ-পরিদর্শক (এসআই) কিশোর কুমার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।