
কোটালীপাড়ায় এস এস কাভার্ড স্টাইরোফোম বক্স বিতরণ
কোটালীপাড়া গোপালগঞ্জ প্রতিনিধ, সমীর রায়
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ও ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট মৎস্য অধিদপ্তরের আওতায় সাতলা-বাগদা সাব প্রজেক্ট (পোল্ডার ০১) এর সুফল ভুগিদের মাঝে ২০টি এস এস কাভার্ড স্টাইরোফোম বক্স বিতরণ করা হয়েছে।
আজ রবিবার কোটালীপাড়া উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুফল ভুগিদের মাঝে ২০টি এস এস কাভার্ড স্টাইরোফোম বক্স বিতরণ করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মঈনুল হক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ, জেলা মৎস্য অফিসার বিজন কুমার নন্দী, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম আনসার সহ প্রমূখ।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন