ডার্ক মোড
Friday, 08 November 2024
ePaper   
Logo
ট্রাম্পের বিজয়ে নিউইয়র্কে প্রবাসীদের উল্লাস-মিস্টি বিতরণ

ট্রাম্পের বিজয়ে নিউইয়র্কে প্রবাসীদের উল্লাস-মিস্টি বিতরণ

যুক্তরাষ্ট্র ব্যুরো

প্রেসিডেন্ট পদে ডনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক বিজয়ে উল্লাস করলেন প্রবাসীরা।

এ সময় সকলের মধ্যে মিষ্টি বিতরণও করা হয় অনাড়ম্বর এ বিজয় সমাবেশে আগতদের মধ্যে। ৬ নভেম্বর অপরাহ্নে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজা এবং সন্ধ্যার পর নবান্ন পার্টি হলে এ বিজয় সমাবেশের আয়োজন করেছিল ‘বাংলাদেশী আমেরিকান রিপাবলিকান এলায়েন্স, ইউএসএ’।

এ সংগঠনের প্রেসিডেন্ট নাসির আলী খান পলের সভাপতিত্বে দু’পর্বের এ সমাবেশে ডনাল্ড ট্রাম্পকে বিশাল বিজয় দেয়ার জন্যে ভোটারদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য দেন নির্মল পাল, প্রিয়তোষ দে, উত্তম সাহা, স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, ডা. চৌধুরী সারোয়ারুল হাসান, রেজাউল করিম, সামনের বছর অনুষ্ঠিতব্য সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট-২৫ থেকে কাউন্সিলম্যান প্রার্থী শাহ শহীদুল হক সাঈদ, ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট মো. আব্দুস সোবহান, ইমাম কাজী কায়্যুম, বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রীচি এবং ফারুক হোসেন, ফুয়াদ হোসেন, সরাফ সরকার প্রমুখ।

সকলেই ট্রাম্পকে কঠোর পরিশ্রমী ইমিগ্র্যান্টদের অকৃত্রিম বন্ধু হিসেবে অভিহিত করেন এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় তার সুদূর প্রসারি পরিকল্পনা বাস্তবায়িত করতে সর্বাত্মক সহায়তা দিয়ে যাবার অঙ্গিকার করেন। বিশেষ করে অর্থনৈতিক সমৃদ্ধি প্রদানের যে অঙ্গিকার করেছেন তার প্রতিফলন ঘটিয়ে আমেরিকা তথা গোটাবিশ্বকে সমৃদ্ধির পথে ধাবিত করার কৌশল অবলম্বনের উদাত্ত আহবান জানান বক্তারা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন