জাতিসংঘ মহাসচিবকে স্মারকলিপিতে বাংলাদশে মানবাধিকার সুরক্ষায় হস্তক্ষেপ কামনা
যুক্তরাষ্ট্র ব্যুরো
জাতিসংঘের সামনে ৬ নভেম্বর নাগরিক সমাবেশ থেকে মহাসচিব অ্যান্তনিয়ো গুতেরেজে সমীপে ৯ দফা সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। বাংলাদেশে মব জাস্টিস বন্ধ, মিথ্যা মামলায় গণগ্রেফতার বন্ধ, ক্যাঙ্গারু আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে প্রহসনের গণহত্যার মামলা বন্ধ এবং একাত্তরের গণহত্যার খুণী, নারী ধর্ষণকারি ও মানবতাবিরোধী অপরাধীদের আইসিটিতে বিচার দাবি সাংবাদিক, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী, অভিনেতা-অভিনেত্রী, সুশীল সমাজ, আওয়ামী লীগের ও সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে চলমান দমন-পীড়ন বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামণা করা হয়েছে স্মারকলিপিতে।
নাগরিক সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও বাকসুর সাবেক জিএস ড. প্রদীপ কর এবং সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হাসিব মামুন। শাহীন আজমলের সূচনা বক্তব্যের পর বাংলাদেশে চরমান পরিস্থিতির আলোকে আরো বক্তব্য দেন আমেরিকা-বাংলাদেশ এলায়েন্সের সভাপতি এম এ সালাম, শেখ হাসিনামঞ্চের সভাপতি জালালউদ্দিন জলিল, কংগ্রেস অব বাংলাদেশী আমেরিকান্স’র সভাপতি মোহাম্মদ আলী সিদ্দিকী, সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, কম্যুনিটি লিডার আব্দুর রহিম বাদশা, মূলধারার রাজনীতিক সাখাওয়াত আলী, এম এ করিম জাহাঙ্গির, এডভোকেট শাহ বখতিয়ার, রুমানা আকতার, আখতার হোসেন, রমেশ নাথ, অজিৎ ভৌমিক, বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রীচি এবং ফারুক হোসেন, মিলন সরকার প্রমুখ।
এ সময় সদ্য নির্বাচিত ডনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানানো হয় এবং বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর দমন-পীড়নের নিন্দা ও ক্ষোভ জানানোর জন্যে প্রবাসীদের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।