ডার্ক মোড
Wednesday, 25 December 2024
ePaper   
Logo
জিম্বাবুয়ে সিরিজে ‘ছুটি’, এখনও কেউ জানাননি বিসিবিকে

জিম্বাবুয়ে সিরিজে ‘ছুটি’, এখনও কেউ জানাননি বিসিবিকে

ক্রীড়া প্রতিবেদক

ঢাকা প্রিমিয়ার লিগ শেষ হতেই জাতীয় দল জিম্বাবুয়ে সফর করবে। সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি খেলবে তামিম-সাকিবরা। গুঞ্জন আছে, দুই-একজন সিনিয়র ক্রিকেটার জিম্বাবুয়ে সফরের আগে ছুটি চাইতে পারেন। সেক্ষেত্রে নির্বাচকরা কি ছুটি মঞ্জুর করবেন? অন্যতম নির্বাচক আব্দুর রাজ্জাক জানালেন, পুরোটাই নির্ভর করছে বোর্ডের সিদ্ধান্তের ওপর।

আজ (শনিবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ছুটি-বিষয়ক প্রশ্নে রাজ্জাক বলেছেন, ‘প্রথমত জিম্বাবুয়ের মাটিতে জিম্বাবুয়ে সহজ প্রতিপক্ষ না, বাংলাদেশের মাটিতে হলে বলতাম তুলনামূলক সহজ প্রতিপক্ষ। জিম্বাবুয়েতে জিম্বাবুয়ে কখনোই সহজ প্রতিপক্ষ না। আমার জানা মতে, এখনও কেউ বলেনি আমি থাকতে পারবো না। বললে, সেটি আলোচনার টেবিলে উঠবে।’


রাজ্জাক ছুটির বিষয়টি সরাসরি বোর্ডের টেবিলে ঠেলে দিলেন, ‘এটি বিবেচনার বিষয়টা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের। ক্রিকেট বোর্ড থেকেই সিদ্ধান্তটা আসবে। আমাদের ইনফর্ম করা হবে আমরা বিবেচনা করতে পারি কিনা, করলে বড় কোনও সমস্যা হবে কিনা। এমন কোনও ইস্যু সামনে আসলে আমরা চিন্তা করবো নির্দিষ্ট খেলোয়াড় না থাকলে আমাদের কী সমস্যা হতে পারে।’

জিম্বাবুয়েকে মোটেও খাটো করে দেখছেন না রাজ্জাক। সাবেক এই স্পিনারের কাছে আন্তর্জাতিক ক্রিকেটে সব দলের বিপক্ষেই খেলা কঠিন, ‘আমার কাছে কি মনে হয়, জানেন? প্রতেকটা সিরিজ সমান গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্লেয়ারের জন্য। এখন আপনি যদি স্কটল্যান্ডের সঙ্গে খেলেন একই, আপনি অস্ট্রেলিয়ার সঙ্গে খেলেন একই হবে। খেলোয়াড়দের সবার সঙ্গে খেলতেই কষ্ট করতে হয়। আর গুরুত্বের দিক থেকে চিন্তা করলেও আমি বলবো প্রত্যেক সিরিজই গুরুত্বপূর্ণ।’

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন