
এক ম্যাচের জন্য নতুন অধিনায়ক ঘোষণা মুম্বাই ইন্ডিয়ান্সের
স্পোর্টস ডেস্ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসর শেষ হতেই মুম্বাই ইন্ডিয়ান্স একটি দুঃসংবাদ পেয়েছিল। আর তা হচ্ছে আগামী ২২ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে ফ্র্যাঞ্চাইজিটি নিয়মিত অধিনায়ক হার্দিক পান্ডিয়া পাচ্ছে না। মুম্বাই আগের আসরে নিজেদের শেষ ম্যাচে স্লো ওভার রেটের কারণে শাস্তি পেয়েছিল। যে কারণে এক ম্যাচে নিষিদ্ধ হন হার্দিক। ফলে এবারের আইপিএলে প্রথম ম্যাচে ‘প্রক্সি’ অধিনায়ক নিয়ে নামবে মুম্বাই।
এই আসরের দ্বিতীয় দিনই (২৩ মার্চ) মুম্বাই ইন্ডিয়ান্স খেলবে ধোনি-গায়কোয়াড়ের চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। শুধুমাত্র এই ম্যাচের জন্য মুম্বাইকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। নিষেধাজ্ঞার কারণে ম্যাচটিতে দলের বাইরে থাকা নিয়মিত অধিনায়ক হার্দিক পান্ডিয়া এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘সূর্যকুমার যাদব ভারতকেও নেতৃত্ব দিয়েছে। সে এবার মুম্বাইকে প্রথম ম্যাচে নেতৃত্ব দেবে, আমার অনুপস্থিতিতে এটাই সঠিক পছন্দ।’
অবশ্য সূর্যকুমারকে বেছে নেওয়াই আগে থেকে মোটামুটি ঠিক ছিল ফ্র্যাঞ্চাইজিটির নেতৃত্বে। কারণ এই ভূমিকায় আরেকটি অপশন হতে পারতেন জাসপ্রিত বুমরাহ, কিন্তু ইনজুরির কারণে তিনিও আইপিএলে শুরুর কয়েকটি ম্যাচ বাইরে থাকবেন। নতুন আসর শুরুর পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মুম্বাইয়ের পক্ষে হাজির হয়েছিলেন হার্দিক ও প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে। মুম্বাই আসরের দ্বিতীয় ম্যাচ খেলবে ২৯ মার্চ গুজরাট টাইটান্সের বিপক্ষে। সেই ম্যাচেই আবার অধিনায়কত্বে ফিরবেন হার্দিক।
মুম্বাইয়ের কোচ বলেন, ‘আমরা আনুষ্ঠানিকভাবেও যোগাযোগ করেছি যে হার্দিক এক ম্যাচ মিস করতে যাচ্ছে। সুর্য দলকে নেতৃত্ব দেবে এবং এভাবেই আমরা এগিয়ে যেতে চাই।’ সূর্যকুমার যাদবের অধিনায়কত্বে সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল ভারত। যদিও তার ব্যাটিং ফর্মটা ভাবাচ্ছে জাতীয় দল ও ফ্র্যাঞ্চাইজিটিকে। সর্বশেষ ৫ ম্যাচে মাত্র ৩৮ রান এসেছে সূর্যের ব্যাটে।
এর বাইরে স্কোয়াডে আছেন দীর্ঘ সময় মুম্বাইকে নেতৃত্ব দেওয়া ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও। এত বিকল্প হাতে থাকা প্রসঙ্গে হার্দিক বলেন, ‘আমি সৌভাগ্যবান যে আমার সঙ্গে খেলছে এমন ক্রিকেটারদের মধ্যে তিনজন অধিনায়ক আছে। ফলে অনেক অভিজ্ঞতার মিশেল ঘটছে দলে এবং আমিও তাদের কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা পাই। বিভিন্ন ফরম্যাটে তারা ভারতকে নেতৃত্ব দিয়েছে, ফলে তিনটি ভিন্ন মানসিকতা এবং অভিজ্ঞতা দিয়ে তারা আমার কাঁধের বর্মটা আরও শক্ত করছে। বিষয়টি আমি সেভাবেই দেখছি।’
এর আগে আইপিএলের মেগা নিলামের আগে মুম্বাই ১৬.৩৫ কোটি রুপিতে হার্দিককে ধরে রাখে মুম্বাই। যদিও গত আসরে তার নেতৃত্বে দলটি ১৪ ম্যাচের মধ্যে মাত্র ৪টিতে জয় পায়। ফলে ৮ পয়েন্ট পাওয়া মুম্বাই আসর থেকে বিদায় নেয় টেবিলের (দশম) তলানিতে থেকে। এ ছাড়া ১৮ কোটিতে জাসপ্রিত বুমরাহ, হার্দিকের সমান ১৬.৩৫ কোটি দিয়ে সূর্যকুমার, ১৬.৩০ কোটিতে রোহিত শর্মা এবং ৮ কোটি রুপি মূল্যে তিলক ভার্মাকে ধরে রাখে।