
জামালপুরে চাঁদাবাজির পোস্ট: এনসিপি’র সমাবেশ শেষে বৈষম্যবিরোধী ছাত্র নেতার উপর এনসিপি কর্মীর হামলা
জামালপুর সংবাদদাতা
জামালপুরে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র নেতার হামলার ঘটনা তুলপাড় সৃষ্টি করেছে। ২৮ জুলাই এনসিপি’র সমাবেশ শেষে দুপুর দেড়টার দিকে ফৌজদারি মোড়ে ঘটনাটি ঘটেছে। ওই দিন এনসিপি’র কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ জামালপুরে আগমন করেন। নাহিদ ইসলামের প্রোগ্রাম শেষে ফৌজদারি মোড়ে ফিল্মি স্টাইলে হামলার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
হামলায় আহত জামালপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব সাফায়াত তুর্য হাসপাতালে চিকিৎসাধীন। ইতোমধ্যেই হামলাকারি হিসেবে জেলা এনসিপি’র নেতা আবিদ সৌরভকে চিহ্নিত করা হয়েছে। তিনি জেলা এনসিপি’র সদস্য বলে জানা গেছে।
আহত তূর্য’র অভিযোগ, সৌরভের চাঁদাবাজির বিষয়ে ফেসবুকে পোস্ট করার কারণে আজকে আমার উপর হামলা করেছে। অভিযুক্ত এনসিপির সদস্য সৌরভ সাংবাদিকদের কাছে এই হামলার কথা অস্বীকার করেছেন।
সদর থানার অফিসার ইনচার্জ আবু ফয়সল মো. আতিক জানান-অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন