ডার্ক মোড
Wednesday, 30 July 2025
ePaper   
Logo
পত্নীতলায় বিএনপির কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

পত্নীতলায় বিএনপির কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

 

 
 
ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) 
 
নওগাঁর পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর বিএনপির কমিটি গঠনে গঠনতন্ত্র বিরোধী ভোটার তালিকা প্রণয়ন, দলের ত্যাগী, কারা নির্যাতিত ও দীর্ঘ দিনের পরীক্ষিত নেতা আবু তাহের চৌধুরী (ভিপি মন্টুসহ) বিএনপি নেতা-কর্মিদের সুকৌশলে রাজনীতি হতে বঞ্চিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
 
সোমবার (২৮ জুলাই) বিকাল ৫টায় উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড মাতাজি রোডে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে পত্নীতলা  উপজেলা ও নজিপুর পৌর বিএনপির আয়োজনে পৌর বিএনপির নেতা এম.আর মোস্তাফার সভাপতিত্বে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়। 
 
এসময় উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- নজিপুর পৌরসভার সাবেক মেযর বিএনপি নেতা আনোয়ার হোসেন, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের নওগাঁ জেলা শাখার সভাপতি ও বিএনপি নেতা আবু তাহের চৌধুরী (ভিপি মন্টু), দিবর ইউনিয়ন বিএনপির নেতা মিজানুর রহমান, শিহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা তোফাজ্জল হোসেন, পাটিচরা ইউনিয়ন বিএনপির নেতা আব্দুস সামাদ, উপজেলা মহিলা দলের নেত্রী মৌসুমী আখতার প্রমুখ।
 
পরে উক্ত কমিটি বাতিলের দাবিতে বঞ্চিত নেতাকর্মিরা বিক্ষোভ মিছিল নজিপুর বাসস্ট্যান্ড চৌরাস্তা চত্বর প্রদক্ষিণ করে। 
 
 



 
 
 
 
 
 
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন