
জৈন্তাপুর `মডেল থানা পুলিশের অভিযানে ৩বস্তা ভারতীয় এলাচ সহ আটক ১
মো.দুলাল হোসেন রাজু, জৈন্তাপুর (সিলেট)
সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩বস্তা ভারতীয় এলাচ সহ ১জন আটক করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, ২৭ জুলাই রবিবার দিবাগত রাত ২টায় গোপন সংবাদের ভিত্তিত্বে সিলেট তামাবিল মহাসড়কের ৬নং চিকনাগুল ইউনিয়নের শুক্রবারী বাজারে অভিযান পরিচালনা করে ১টি নীল রংয়ের এইচ পিকআপ তল্লাসী করে শুল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে নিয়ে আসা ৩বস্তা ভারতীয় এলাচ পাওয়া যায়। বৈধ কোন প্রকার কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ ৩বস্তায় ১৫০ কেজি এলাচ, পিকআপ গাড়ী সহ ১জনকে গ্রেফতার করা হয়। এদিকে পুলিশের উপস্থিতিটের পেয়ে অপর দুই চোরাকারবারী পালিয়ে যায়। আটক ব্যক্তি উপজেলার পূর্ণানগর গ্রামের মো. রিয়াজ উদ্দিনের ছেলে মাহমুদুল হাসান কিবরিয়া (১৯)।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মো. বদরুজ্জামান জানান, গোপন সংবাদ প্রাপ্ত হয়ে অভিযান পরিচালনা করে ভারতীয় এলাচ সহ ১জনকে আটক করা হয়েছে। আটককৃত এলাচের বাজার মূল্য ৭লক্ষ ৫০ হাজার টাকা। আটককৃত সহ পলাতকদের বিরোধে আইগত ব্যবস্থা গ্রহণ পূর্বক আটক ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে। থানা পুলিশের চোরাচালঅন বিরোধী অভিযান চলমান আছে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন