জামালপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
জামালপুর প্রতিনিধি
জামালপুরে ২০ জানুয়ারি সকালে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়াম মাঠে পাঁচ দিনের টুর্নামেন্টের আয়োজন করে জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা।
অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) ইফতেখার ইউনুসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা আফরিন আক্তার মনি, মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
টুর্নামেন্টের প্রথম দিনে আলাদাভাবে জামালপুর পৌরসভা বনাম সরিষাবাড়ী উপজেলা অনুর্ধ ১৭ বালক ও বালিকা এবং জামালপুর সদর উপজেলা বনাম মেলান্দহ উপজেলা অনুর্ধ ১৭ বালক ও বালিকা দলের মধ্যে মোট চারটি খেলা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী ম্যাচে জামালপুর পৌরসভা বালক দল টাইব্রেকারে ৩-১ গোলে সরিষাবাড়ী উপজেলা বালক দলকে পরাজিত করে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন