
জসলদিয়া পুনর্বাসন কেন্দ্রে চরম পানি সংকট ও স্বাস্থ্যসেবা বন্ধ, উপজেলায় আইন-শৃঙ্খলা সভায় অভিযোগ
মুন্সিগঞ্জ(দক্ষিন)প্রতিনিধি
উপজেলা মাসিক আইন শৃঙ্খলা সভা পদ্মা সেতু জসলদিয়া পূর্ণবাসন কেন্দ্রে চরম পানির সংকট, স্বাস্থ্য কেন্দ্রে নেই ডাক্তার-নার্স মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ॥ জসলদিয়া পদ্মা সেতু পূর্নবাসন কেন্দ্রে চরম পানির সংকট চলছে। কেন্দ্রটিতে এখন সাপ্লাইয়ের পানি না থাকায় ৪ শতাধিক প্লটের কয়েক হাজার মানুষ এখন পানির অভাবে মানবেতর জীবন জাপন করছে। মাসাধিক কালের উপর সময় ধরে এ অবস্থা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে কোন পদক্ষেপ নেননি। তবে পূর্নবাসন কেন্দ্রের লোকজন সমিতির মাধ্যমে দেড় লাখ টাকা চাঁদা তুল পাম্পটি মেরামতের চেষ্টা চালায়। কিন্তু এতেও ব্যর্থ হন তারা। মেরামতকারী মেকানিক বা মিস্ত্রিরা পরীক্ষা নিরিক্ষা করে জানিয়েছেন, ভূগর্ভস্থ পানির স্থর নীচে নেমে যাওয়ায় এটি মেরামত করা সম্ভব না। এটি মেরামত করতে হরে কমপক্ষে ১০ হতে ১২ লাখ টাকার প্রয়োজন। এছাড়া ওই পূর্ণবাসন কেন্দ্রের স্বাস্থ্য কেন্দ্রেটিতে কোন ডাক্তার ও নার্স না থাকায় কেন্দ্রটির লোকজন কোন স্বাস্থ্য সেবা পাচ্ছেননা। সংশ্লিষ্ট এনজিওর সাথে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এনজিওটি আর ডাক্তার নার্সের সেবা দিচ্ছেননা। ফলে পানি ও স্বাস্থ্য সেবা না পেয়ে চরম দুর্ভোগের মধ্যে দিনাতিপাত করছে কেন্দ্রটির লোকজন। গতকাল বৃহস্পতিবার লৌহজং উপজেলা মাসিক আইন শৃঙ্খলা সভায় এমনটি জানিয়েছেন বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মাসুদ খান। লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফাহমিদা লস্কর, লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন অর রশীদ, পদ্মা সেতু উত্তর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম তুষার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা কর্মকার, নৌ পুলিশের এসআই মামুন, কোস্টগার্ড কর্মকর্তা, মাওয়া বন্দর কর্মকর্তা প্রমূখ। সভায় গোয়ালী মান্দ্রা বেদে পল্লীতে মাদক নির্মূলে যৌথ অভিযান পরিচালনা করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদুবাদ জানানো হয়। তাছাড়া মাওয়া ঘাটের পাকিং ইয়ার্ড ও সংশ্লিষ্ট এরাকার ঘাটের ডাকে জেনো স্বাচ্ছতা থাকে সেবিষয়েও আলোচনা হয়। এছাড়া মহিলা বিষয়ক কর্মকর্তা সভাকে জানান, বাল্য বিয়ে রোধ করতে তাদের ঝুকি নিয়ে কাজ করতে হচ্ছে। এছাড়া মাদকদ্রব্য নির্মূলে পুলিশের ভূমিকাকেও স্বাগত জানানো হয়। তবে এখনও মাদকের কারবার থেমে যায়নি। তাই মাদক নিমূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানন উপজেলা নির্বাহী বর্মকর্তা মো. নেচার উদ্দিন।