ডার্ক মোড
Saturday, 26 April 2025
ePaper   
Logo
রাউজানে অবৈধভাবে বালু- মাটি কাটার দায়ে   এক লক্ষ চার হাজার টাকা জরিমানা

রাউজানে অবৈধভাবে বালু- মাটি কাটার দায়ে এক লক্ষ চার হাজার টাকা জরিমানা

রাউজান(চট্টগ্রাম) প্রতিনিধি

রাউজানে অবৈধভাবে বালু এবং কৃষি জমি থেকে মাটি উত্তোলনের দায়ে পাঁচ ব্যক্তিকে এক লক্ষ চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে রাউজান পৌর ৯নং ওয়ার্ডের কাজীপাড়ায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  অংছিং মারমা। অভিযানে রাউজান থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম এবং পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট  অংছিং মারমা জনান, কাজীপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন এবং কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে  আব্দুল মাবুদ নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় ০৩ তিন  মাসের বিনাশ্রম কারাদন্ড এবং একলক্ষ টাকা  অর্থদন্ড, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।অপরদিকর এক মামলায় দন্ডবিধি ১৮৬০ আইনে চারকে চার হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 
 
 
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন