ডার্ক মোড
Saturday, 24 May 2025
ePaper   
Logo
জনসচেতনতায় ভূমি মেলা ---- গোপালগন্জে প্রেস ব্রিফিং

জনসচেতনতায় ভূমি মেলা ---- গোপালগন্জে প্রেস ব্রিফিং

 
গোলাম রব্বানী, গোপালগঞ্জ 
 
গোপালগঞ্জে আসন্ন ভূমি মেলা-২০২৫ উপলক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
 
জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস.এম. তারেক সুলতান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রাকিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) বাবলী শবনম এবং জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
 
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, আগামী ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত গোপালগঞ্জের পাঁচ উপজেলায় একযোগে ভূমি মেলা অনুষ্ঠিত হবে। এই মেলার মাধ্যমে জনগণ ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর, খতিয়ান ও ম্যাপ প্রাপ্তিসহ বিভিন্ন ডিজিটাল সেবা সম্পর্কে অবগত হবে।  
 
তিনি আরও বলেন, ভূমি অফিসকে দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে দালালদের নাম ও ছবি প্রকাশ করা হবে।  
 
ভূমিসেবা সহজীকরণ ও জনসচেতনতা বৃদ্ধিতে ভূমি মেলা কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
 
 
 
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন