চীনের হুমকি নিয়ে সতর্ক আছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের আকাশে গত সপ্তাহে একটি গোয়েন্দা বেলুন উড়তে দেখা যায়। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা দাবি করেন, এটি চীনের গোয়েন্দা বেলুন। যেটি যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার উপর নজরদারি চালাচ্ছিল। যদিও চীন এ দাবি অস্বীকার করে। তারা জানায়, এটি আবহাওয়া বিষয়ক বেলুন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, চীনের কাছ থেকে গুপ্তচরবৃত্তিসহ নানান ধরনের চ্যালেঞ্জ পেয়ে থাকে যুক্তরাষ্ট্র। কিন্তু এসব হুমকি নিয়ে সতর্ক ও জ্ঞাত আছেন তারা।
যুক্তরাষ্ট্রের মন্টেনায় গত সপ্তাহে টানা কয়েকদিন একটি রহস্যময় বেলুন উড়তে দেখা যায়। বেলুনটি নিয়ে চিন্তিত হয়ে পড়েন মার্কিন কর্মকর্তারা। বিষয়টি প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়। ওই সময় সিদ্ধান্ত নেওয়া হয় এটি গুলি করে ভূপাতিত করা হবে। কিন্তু বেলুনের ধ্বংসাবশেষ নিচে পড়ে সাধারণ মানুষ আহত বা ক্ষতিগ্রস্থ হতে পারেন এমন আশঙ্কা থেকে এই পরিকল্পনা প্রথমে বাদ দেওয়া হয়। কিন্তু গত শনিবার ক্ষেপণাস্ত্র ছুড়ে এটি ভূপাতিত করা হয়।
গোয়েন্দা বেলুন পাঠানোর প্রতিবাদে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন তার চীন সফর বাতিল করেন। তবে বেলুন ভূপাতিত এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফর বাতিলের তীব্র সমালোচনা করেছে চীন।