ইরানের পারমাণবিক অবকাঠামোয় হামলা চালাতে পারে ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ইসরায়েলি মন্ত্রী রন ডেরমার। ওই সময় তাদের মধ্যে ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলা নিয়ে কথা হয়।
মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস গতকাল সোমবার (৬ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, ওই বৈঠকের পর ইসরায়েলি মন্ত্রী দুজনকে জানান, ট্রাম্প ইরানের পারমাণবিক অবকাঠামোত হামলা চালাতে ইসরায়েলকে অনুমতি দিতে পারেন। অথবা মার্কিন সেনাদের সরাসরি হামলার নির্দেশ দিতে পারেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েল ইরানের ওপর নতুন করে হামলার ব্যাপারে বেশ জোরালোভাবে ভাবছে। এছাড়া বাইডেনকেও এতে সহযোগিতা করতে অনুরোধ জানাচ্ছে তার মিত্ররা। তবে ইরানে হামলা নিয়ে এখন পর্যন্ত বাইডেন কোনো আলোচনা করেননি বলে জানিয়েছে তারা।
এ সপ্তাহে ইসরায়েলি মন্ত্রী ডেরমার আবারও যুক্তরাষ্ট্রে যাবেন। এবার তিনি প্রেসিডেন্ট বাইডেন এবং ট্রাম্পের কয়েকজন সহযোগীর সঙ্গে আলোচনা করবেন।
তবে ইরানের ওপর নতুন হামলার ব্যাপারে জোর গুঞ্জন শোনা গেলেও, ট্রাম্পের কাছের এক সূত্র জানিয়েছে, সামরিক পদক্ষেপ নেওয়ার আগে পারমাণবিক কার্যক্রম নিয়ে তেহরানের সঙ্গে আগে তিনি আলোচনা করবেন।
২০১৫ সালে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কয়েকটি দেশের সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, ইরান পারমাণবিক কার্যক্রম কমিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। অপরদিকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে বলে জানায়। তবে ২০১৮ সালে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন ট্রাম্প। সঙ্গে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ইরান তাদের পারমাণবিক কার্যক্রম আরও বাড়িয়ে দেয়। ধারণা করা হয়, দেশটি এ মুহূর্তে পারমাণবিক অস্ত্র তৈরিতে সক্ষম।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গত সপ্তাহে এক সাক্ষাৎকারে জানান, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করতে চান।
সূত্র: এক্সিওস