চিলড্রেন্স গার্ডেন স্কুলের দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে শিক্ষক ও অভিভাবকদের প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মোহাম্মদপুর তাজমহল রোডের ঐতিহ্যবাহী চিলড্রেন্স গার্ডেন স্কুল বর্তমানে চরম সংকট ও অনিয়মের অভিযোগ উঠেছে। মালিক পক্ষের এক সদস্যের একক ক্ষমতার অপব্যবহার এবং স্বেচ্ছাচারী সিদ্ধান্তের কারণে প্রতিষ্ঠানটি জটিল সমস্যায় পড়েতে হয়।
শিক্ষক ও অভিভাবকদের অভিযোগ, প্রতিষ্ঠানটি দীর্ঘ দিন ধরে কোনো প্রশাসনিক অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে। মালিক পক্ষের রেজয়ানুল কবীর ব্যক্তিগত স্বার্থে স্কুলটির কার্যক্রমে হস্তক্ষেপ করছেন। পারিবারিক দ্বন্দ্বে জড়িয়ে তিনি নিজের ছোট ভাই ও তার স্ত্রীকে অপমানিত করে প্রতিষ্ঠান থেকে বের করে দিয়েছেন। একই সঙ্গে ১২ জন অভিজ্ঞ ও নিষ্ঠাবান শিক্ষিকাকে অন্যায় ভাবে বরখাস্ত করেছেন।
১ ডিসেম্বর ২০২৪ইং (রোববার) শিক্ষকদের অসন্তোষ চরমে পৌঁছায় যার ফলে শিক্ষক ও অভিভাবকরা সম্মিলিত ভাবে আন্দোলনে নামতে বাধ্য হন এবং পরীক্ষাসমূহ বন্ধ করে দাবি উত্থাপন করেন। এই আন্দোলনে অভিভাবকরাও তাদের সমর্থন জানান।
অভিভাবকদের মতে, স্কুলের শিক্ষার মান ও পরিবেশ দিন দিন অবনতি ঘটছে। অভিযোগ উঠেছে, স্কুলটি বন্ধ করে সেখানে অন্য ব্যবসা পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে।
এদিকে, কেন্দ্রীয় ব্যাংক একটি মানি লন্ডারিংয়ের অভিযোগে স্কুল পরিচালনা পরিষদের ব্যাংক হিসাব স্থগিত করেছে। পাশাপাশি, মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং সেনাবাহিনীর ক্যাম্পে অভিযোগ দায়ের করা হয়েছে।
পরিস্থিতি দিন-দিন জটিল আকার ধারণ করছে, তবে শিক্ষকদের দাবি এখনো মানা হয়নি। অভিভাবকরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন, যাতে স্কুলটির কার্যক্রম স্বাভাবিক হয় এবং শিক্ষার্থীরা তাদের সুশিক্ষার পরিবেশ ফিরে পায়।
এই সংকট সমাধানে প্রশাসনিক পদক্ষেপ ও সুষ্ঠু তদন্তের প্রয়োজন বলে দাবী জানান। এক সময়ের সমৃদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানটি তার গৌরব ফিরে পাবে কি না, তা এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের ওপর নির্ভর করছে।