
গোপালগঞ্জে ৭২ জন অসচ্ছল ও রোগী পেলেন চিকিৎসা সহায়তা
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ও আর্থিকভাবে অসচ্ছল ৭২ জন নারী-পুরুষের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ করেছে জেলা সমাজকল্যাণ পরিষদ।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এই চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ হারুন-অর-রশিদ।
চেক বিতরণকালে জেলা প্রশাসক জানান, ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকজনিত পক্ষাঘাত, হৃদরোগ, থ্যালাসেমিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত এবং ভিক্ষাবৃত্তিতে জড়িত অসচ্ছল ব্যক্তিদের পুনর্বাসনের লক্ষ্যে এ অনুদান প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম তারেক সুলতান, সদর উপজেলা নির্বাহী অফিসার এম. রাকিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) বাবলী শবনম, সহকারী কমিশনার মোহাম্মদ আতাউর রহমান এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
মোট ৭২ জন সুবিধাভোগীর মাঝে ১ লাখ ৯৯ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এই সহায়তা তাদের চিকিৎসা ও পুনর্বাসন জীবনে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন