ডার্ক মোড
Monday, 23 December 2024
ePaper   
Logo
গাজীপুরে জেএসডি ও উসাস এর যৌথ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

গাজীপুরে জেএসডি ও উসাস এর যৌথ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

গাজীপুর উত্তর প্রতিনিধি

গাজীপুরে জার্নালিস্ট সোসাইটি ফর গাজীপুর এবং উত্তরণ স্বাস্থ্য শিক্ষা ও পরিবেশ উন্নয়ন সহায়তা এর যৌথ উদ্যোগে ২৪তম শীতবস্ত্র বিতরণ কার্যক্রম-২০২৪ অনুষ্ঠিত হয়।

সোমবার (২৩ ডিসেম্বর ২০২৪) বিকাল ৪ টায় গাজীপুরের ২৫নং ওয়ার্ড মধ্য ভুরুলিয়া মার্কাস রোড বাইতুর রহমান রশিদিয়া শামসিয়া কওমী মাদ্রাসায় গরীব ও অসহায় এবং মাদ্রাসার কোমলমতি শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

জার্নালিস্ট সোসাইটি ফর গাজীপুরের সভাপতি ও গাজীপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ মুজিবুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সহ অধ্যাপক ডাঃ আব্দুস সবুর খান আরজ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক ও কলামিস্ট টিটু সরকার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জার্নালিস্ট সোসাইটি ফর গাজীপুরের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি মাহমুদা আফরোজ (লিজা)।

বাইতুর রহমান রশিদিয়া শামসিয়া কওমী মাদ্রাসার পরিচালক মোহাম্মদ নুরুল আলম বলেন, জার্নালিস্ট সোসাইটি ফর গাজীপুর, উত্তরণ স্বাস্থ্য শিক্ষা ও পরিবেশ উন্নয়ন সহায়তা এর যৌথ উদ্যোগে ২৪তম শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আমাদের বাইতুর রহমান রশিদিয়া শামসিয়া কওমী মাদ্রাসার গরিব, অসহায় ও কোমলমতি শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করায় সংগঠনের সভাপতিকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং জার্নালিস্ট সোসাইটি ফর গাজীপুর, উত্তরণ স্বাস্থ্য শিক্ষা ও পরিবেশ উন্নয়ন সহায়তা এর সফলতা কামনা করি।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ডাঃ আব্দুস সবুর খান আরজ বলেন, অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি হিসেবে রাখায় সংগঠনের সভাপতির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। এমন একটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

অনুষ্ঠানের বিশেষ অতিথি সাংবাদিক টিটু সরকার বলেন, জার্নালিস্ট সোসাইটি ফর গাজীপুর ও উত্তরণ স্বাস্থ্য শিক্ষা ও পরিবেশ উন্নয়ন সহায়তা এর যৌথ উদ্যোগে গত ২৪ বছর যাবৎ গাজীপুরের বিভিন্ন মাদ্রাসার ছাত্র-ছাত্রী এবং নিম্নবিত্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। একজন সংবাদকর্মী হিসেবে সংগঠনের সফালতা কামনা করি এবং সংগঠনের সভাপতিকে আন্তরিক ধন্যবাদ জানাই।

জার্নালিস্ট সোসাইটি ফর গাজীপুর এর সভাপতি মুহাম্মদ মুজিবুর রহমান পাটোয়ারী বলেন, গত ২৪ বছর যাবৎ আমরা সংগঠনের মাধ্যমে ধারাবাহিকভাবে গাজীপুরের বিভিন্ন মাদ্রাসার গরীব, অসহায় ও কোমলমতি শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছি এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

জার্নালিস্ট সোসাইটি ফর গাজীপুর এর সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের চেতনার পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি মাহমুদা আফরোজ (লিজা) বলেন, আমাদের সংগঠন থেকে গত ২৪ বছর যাবৎ বিভিন্ন মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও নিম্নবিত্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছি। তারই ধারাবাহিকতায় বাইতুর রহমান রশিদিয়া শামসিয়া কওমী মাদ্রাসার গরিব, অসহায় ও কোমলমতি শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জার্নালিস্ট সোসাইটি ফর গাজীপুর, উত্তরণ স্বাস্থ্য শিক্ষা ও পরিবেশ উন্নয়ন সহায়তা এর মাধ্যমে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন