ডার্ক মোড
Saturday, 30 August 2025
ePaper   
Logo
কুয়াকাটা সৈকত থেকে আরও এক লাশ উদ্ধার

কুয়াকাটা সৈকত থেকে আরও এক লাশ উদ্ধার

 
 
 
গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী)
 
মাত্র তিন দিনের ব্যবধানে কুয়াকাটা সমুদ্র সৈকতে ফের ভেসে এসেছে অজ্ঞাত আরও এক ব্যক্তির লাশ। চর ধূলাসার এলাকার ভাঙ্গা নামক এলাকা থেকে সাগরে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত আটটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থল স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে পুলিশ।
 
এসময় কালো টি শার্ট ও কালো হাফপ্যান্ট পরিহিত অবস্থায় ছিল অজ্ঞাত ব্যক্তি। লাশের পরিচয় সনাক্ত করা যায়নি এখনও।
 
এর আগে গত ২৩ আগস্ট সৈকতের গঙ্গামতি এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের একজনের লাশ উদ্ধার করা হয়। 
 
কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে ধূলাসার এলাকা থেকে অর্ধ গলিত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরনে কালো গেঞ্জি ও হাফপ্যান্ট ছিল। 
 
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন,  লাশের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। 
 
 
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন