ডার্ক মোড
Saturday, 24 May 2025
ePaper   
Logo
কিশোরগঞ্জের মিঠামইনে কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

কিশোরগঞ্জের মিঠামইনে কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

 
এ জেড আল মুজাহিদ ,কিশোরগঞ্জ 
কিশোরগঞ্জের মিঠামইনে ‘কৃষিই সম্মৃদ্ধি’ প্রতিপাদ্যে কৃষি অধিদপ্তরের পার্টনার ফ্রী স্কুলের ‘কৃষক পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
 
গত বুধবার (২১ মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কংগ্রেসে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল আমিন শরীফ।
 
কৃষি অধিদপ্তরের ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন। এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের অধীনে ‘কৃষক পার্টনার কংগ্রেস’ আয়োজন করেন, মিঠামইন উপজেলা কৃষি অধিদপ্তর।
 
কৃষক পার্টনার কংগ্রেসে, কৃষিতে আধুনিক যন্ত্রের ব্যবহার, আধুনিক চাষাবাদ, বাণিজ্যিক কৃষি ও পার্টনার ফ্রী স্কুলের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধিকরণে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওবায়দুল ইসলাম খান অপু, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাদেকুর রহমান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবুল আলম প্রমুখ।
 
এসময়, উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক কৃষক ও কৃষাণী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন