ডার্ক মোড
Thursday, 05 December 2024
ePaper   
Logo
কিশোরগঞ্জের ইটনায় সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আহনাফের বিদায় সংবর্ধনা

কিশোরগঞ্জের ইটনায় সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আহনাফের বিদায় সংবর্ধনা

কিশোরগঞ্জ প্রতিনিধি

জেলার ইটনা উপজেলার সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আহনাফের বিদায় উপলক্ষে ‘শুভাশিস অহর্নিশ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

গতকাল সোমবার (২ ডিসেম্বর) বেলা ১২ টায় ইটনা উপজেলা নির্বাহী অফিসার আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ইটনা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরিক কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীরমুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় সাংবাদিকগণসহ ইটনা উপজেলা বিএনপি সভাপতি এস.এম কামাল হোসেন, ইটনা উপজেলা জামায়াতের আমীর হাফেজ আবুল হোসাইন, বীর মুক্তিযোদ্ধা রওশন আলী রশো, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ঠাকুর, সাংবাদিক মাওলানা তাজুল ইসলাম, ইটনা থানার অফিসার ইনচার্জ মনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী মাস্টার ফজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ইটনা উপজেলার বিদায়ী সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আহনাফের দায়িত্ব পলনকালে তার বিচক্ষনতাসহ বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয় বিদায় অনুষ্ঠানে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন