ডার্ক মোড
Tuesday, 22 April 2025
ePaper   
Logo
কিয়েভে সর্বাত্মক হামলার প্রস্তুতি রাশিয়ার : ইউক্রেন

কিয়েভে সর্বাত্মক হামলার প্রস্তুতি রাশিয়ার : ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের রাজধানী কিয়েভের ওপর সর্বাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া—এমন সতর্কবার্তা দিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

ইউক্রেন সেনাবাহিনীর জেনারেল স্টাফ থেকে জানানো হয়েছে, কিয়েভে হামলার জন্য সেনা ও সরঞ্জাম জড়ো করা শুরু করেছে মস্কোর বাহিনী। রাশিয়ার ট্যাংক ও পদাতিক বাহিনী কিয়েভের কাছাকাছি শহর ইরপিনের দিকে এগিয়ে যাচ্ছে, যার মাধ্যমে হামলার প্রাথমিক কর্মকাণ্ড শুরু করা হচ্ছে।

বিবিসি বলছে—বেলারুশ থেকে চেরনোবিল হয়ে সৈন্যদের জ্বালানি সরবরাহ করছেন সেনা কমান্ডারেরা। সেইসঙ্গে খারকিভ, চেরনিহিভ, সুমি ও মাইকোলাইভিভ শহর দখলে আরও গুরুত্ব বাড়িয়েছে রাশিয়া।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনে বেশ বড় পরিসরে রাশিয়ার বিমান হামলা ও গোলাবর্ষণ বেড়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, তাঁরা মনে করছেন—গত ২৪ ঘণ্টায় রুশ সেনারা খুবই কম এগোতে পেরেছে। ইউক্রেনের যোদ্ধাদের শক্ত প্রতিরোধ আর সরঞ্জাম সহায়তায় দুর্বলতার কারণে রুশ সেনারা ব্যাপক বাধার মুখে পড়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন