ডার্ক মোড
Tuesday, 22 April 2025
ePaper   
Logo
ফেনীতে টিবি পারফরমেন্স বিষয়ক বার্ষিক মনিটরিং সভা অনুষ্ঠিত

ফেনীতে টিবি পারফরমেন্স বিষয়ক বার্ষিক মনিটরিং সভা অনুষ্ঠিত

 

ফেনী প্রতিনিধি

 

ফেনীতে অনুষ্ঠিত হলো টিবি পারফরমেন্স বিষয়ক বার্ষিক মনিটরিং সভা। সোমবার (২০ এপ্রিল) এ সভায় অংশগ্রহণ করতে চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. অং সুই প্রু মারমা ফেনী জেলায় আগমন করেন।

জেলার সিভিল সার্জন কার্যালয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানিয়ে বরণ করে নেন ফেনী জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম। এসময় উপস্থিত ছিলেন ফেনী সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মো. কামরুজ্জামান এবং জেলার সকল উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

সভায় জেলার টিবি কর্মসূচির অগ্রগতি, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বিভাগীয় পরিচালক সকলের কার্যক্রমের প্রশংসা করেন এবং টিবি নির্মূলে আরও সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানান।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন