ডার্ক মোড
Tuesday, 08 April 2025
ePaper   
Logo
ফিলিস্তিন মুসলমান হত্যার প্রতিবাদে পত্নীতলায় বিক্ষোভ মিছিল

ফিলিস্তিন মুসলমান হত্যার প্রতিবাদে পত্নীতলায় বিক্ষোভ মিছিল

 

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
 
মজলুম গাজাবাসীর আহুত হরতালের সমর্থনে ও ইসরায়েলি বর্বরতা এবং মুসলমানদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নওগাঁর পত্নীতলায় সর্বস্তরের মুক্তিকামী তাওহীদি জনতা।সোমবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড জামে মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও পত্নীতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোঃ হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পত্নীতলা উপজেলা শাখার সভাপতি প্রভাষক দেলোয়ার হোসেন, পত্নীতলা উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আখতার ফারুক, ইসলামী আন্দোলনের থানা সেক্রেটারী নাজিমুদ্দিন, জাতীয়তাবাদী ছাত্র দলের উপজেলা শাখার অন্যতম নেতা রাকিবুল হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মারুফ মোস্তফা, আলহেরা পাড়া আল-আকাবা জামে মসজিদের খতিব মাও. রবিউল হক, নজিপুর-সরদারপাড়া বাইপাস জামে মসজিদের খতিব মাও. মোখলেছুর রহমান প্রমুখ।প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, 'সাম্রাজ্যবাদী ও ইহুদিবাদী শক্তিগুলো ফিলিস্তিনকে উন্মুক্ত কারাগারে পরিণত করেছে। সেখানে নারী, শিশু ও বৃদ্ধদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। বোমা হামলায় রক্ত ঝরছে নিরীহ মানুষের। এই পরিস্থিতি চলতে থাকলে বিশ্ব আর বসবাসের উপযোগী থাকবে না। আমরা ইসরায়েলের বর্বরতা ও তাদের সহযোগী সাম্রাজ্যবাদী শক্তির প্রতি তীব্র নিন্দা জানাই। সেই সাথে ইসরায়েলের পণ্য বয়কটের দাবি জানিয়েছে।' 
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন