
কালিয়াতে খাল পূনঃ খনন কাজের উদ্বোধন
গোলাম রব্বানী
নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের পারোখালি খাল পূনঃখনন কাজের শুরুতে দোয়া ও মুনাজাতে মাধ্যমে খালের উদ্বোধন করা হয়।
দোয়া পরিচালনা করেন আঃ সামাদ লিটন তেরখাদা ৫নং ইউনিয়নের জামায়াতের আমির। সোমবার সকাল ১০টায় (১৭ মার্চ) পানি উন্নয়ন উপ-বিভাগ বাপাউবো নড়াইলের আয়োজনে কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের পারোখালি খালের ২.২৫০ কিলোমিটার খালের পূনঃ খননের কাজের শুভ উদ্বোধন করেন দীপঙ্কর কুমার দাশ উপ বিভাগীয় প্রকৌশলী নড়াইল পানি উন্নয়ন উপ-বিভাগ বাপাউবো, নড়াইল।
এ সময় উপস্থিত ছিলেন, মোঃ সায়েম রাশেদ উপ-সহকারী প্রকৌশলী কালিয়া পানি উন্নয়ন শাখা বাপাউবো, নড়াইল।আনিসুর রহমান মোল্যা কার্যকারী নড়াইল পানি উন্নয়ন উপ-বিভাগ বাপাউবো, নড়াইল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এস এম বাবুল আক্তার উপ-সহকারী ভূমি কর্মকর্তা কলাবাড়িয়া ইউনিয়ন, সাংবাদিক গোলাম রব্বানী, জাতীয় অর্থনীতি স্টাফ রিপোর্টার।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন মোঃ ফারুক সরদার, কলাবাড়িয়া ইউনিয়নের কৃষক দলের সাংগঠনিক সম্পাদক,কলাবাড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে জামায়াতের আমির মোঃ ইসমাইল সরদার,আল মামুন, আতাউর রহমান মোল্লা, ইউসুফ মোল্লা, শহিদ মোল্লা , স্থানীয় ব্যক্তিবর্গসহ ঠিকাদারের প্রতিনিধি গন উপস্থিত ছিলেন।