
রাউজানে যুবদল কর্মী কমর হত্যার ঘটনায় থানায় মামলা
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
রাউজানের হলদিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কমর উদ্দিন জীতু হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। মঙ্গলবার (১৮মার্চ) নিহতের স্ত্রী ডেজি আক্তার বাদি হয়ে হত্যার ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
অজ্ঞাত আসামি করা হয়েছে ১০ জনকে। মামলার প্রধান আসামি করা হয়, বিএনপি নেতা মহিউদ্দিন জীবন। মামলায় নম্বর-০৮ তারিখ-১৮-০৩-২৫, ধারা-৩০২/৩৭৯/৩৪। মামলার বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া। উল্লেখ্য গত ১৫ মার্চ আমির হাট বাজারে ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের ছবিসংবলিত টাঙানো একটি ব্যানার সরানো নিয়ে দু"পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটে।
ঘটনার একপর্যায়ে কমর উদ্দিন জীতুকে পিটিয়ে মাথায় দায়ের কোপ ও পেটে দুটি ছুরির আঘাত করে হত্যা করা হয়। নিহত কমর উদ্দিন হলদিয়া ইউনিয়নের ০২নম্বর ওয়ার্ডের উত্তর সর্ত্তা গ্রামের মনু পেটান তালুকদার বাড়ির মুহাম্মদ আলী শাহ্ এর ছেলে এবং হলদিয়া ইউনিয়ন যুবদল নেতা জামাল উদ্দিন তালুকদারের অনুসারী। তিনি দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। গত ৩ মাস পূর্বে ছুটিতে দেশে আসেন। ঈদের পরে সৌদি আরবের জেদ্দায় কর্মস্থলে ফিরে যাওয়ার কথা ছিল। তার দুটি ছেলে ও একটি কন্যা সন্তান রয়েছে। বড় ছেলে প্রতিবন্ধি।
নিহতের পিতা মোহাম্মদ আলী বলেন, আমরা ছেলেকে যারা মেরেছে তাদের বিচার চাই। স্থানীয় সূত্র মতে, হলদিয়া ইউনিয়নে বিএনপি কয়েকগ্রুপে বিভক্ত। মাটি কাটা ও বালু উত্তোলণ নিয়ে দলীয় গ্রুপগুরোর মধ্যে দির্ঘদিন ধরেই বিরোধ চলছিল। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলমা ভূইয়া বলেন,কমর উদ্দিন হত্যার ঘটনায় তাঁর স্ত্রী ডেজি আক্তার বাদি হয়ে থানায় মামলা করেছেন। পুলিশ জড়িতদের ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।