ডার্ক মোড
Tuesday, 18 March 2025
ePaper   
Logo
লালমনিরহাটে মাদকসহ প্রাইভেটকার উদ্ধার

লালমনিরহাটে মাদকসহ প্রাইভেটকার উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় ও ওসি ( ডিবি) সাদ আহমেদ এর পরিচালনায় এসআই (নিঃ)/মোঃ ইব্রাহীম হোসেন ও তার টিম,জেলা গোয়েন্দা শাখা, লালমনিরহাট।

অভিযান পরিচালনা করে লালমনিরহাটে ২৫ কেজি গাজা সহএকটি প্রাইভেট কার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। ডিবি পুলিশ জানায়, রোববার (১৬ মার্চ) সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলা পুলিশের গোয়েন্দা শাখার এসআই ইব্রাহিম তার সঙ্গীও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের পূর্ব হাড়িভাঙ্গা এলাকার গোলাম রাব্বানীর বসত বাড়ির পাশে কাঁচা রাস্তার উপর থেকে পরিত্যক্ত অবস্থায় ২৫ কেজি ৮০০ গ্রাম গাঁজা এবং একটি প্রাইভেট কার উদ্ধার করে। উদ্ধারকৃত গাড়িটির নাম্বার ঢাকা মেট্রো-ভ-০২-১১৩৪।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরনবী বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়। পুলিশের পক্ষ থেকে সোমবার প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন