ডার্ক মোড
Thursday, 19 December 2024
ePaper   
Logo
কার্ডিফে ওয়েলস বাংলাদেশ কমিউনিটির বিজয় দিবস উদযাপন

কার্ডিফে ওয়েলস বাংলাদেশ কমিউনিটির বিজয় দিবস উদযাপন

প্রবাস ডেস্ক

যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে গণতন্ত্রের মাতৃভূমি নামে খ্যাত মাল্টিকালচারেল ও মাল্টিন্যাশনালের ব্রিটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশিরা।

কার্ডিফের সাবেক লর্ড মেয়র কাউন্সিলার ড. বাবলিন মল্লিক এর সভাপতিত্বে এবং ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও কার্ডিফ শহীদ মিনার কমিটির সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর এর পরিচালনায় সভায় কমিউনিটি ব্যক্তিত্ব মাসুদ আহমেদ, আসাদ মিয়া, আসরাফ হোসেন, মুজিবুর রহমান, ইউসুফ খান জিমি, সেলিম আহমদ, আবুল কালাম মুমিন, শাহ শাফি কাদির, আব্দুর রুউফ তালুকদার, সিতাব আলী, মাহমুদ আলী ফয়ছল রহমান, নুরুল ইসলাম, রাসেল আহমদ, নুরুল আলম, তমসির আলী, আফরাজ আহমেদ, শেখ রায়হান, বদরুল হক মনসুর, ইমরান মিয়া, বেলাল আহমেদ, হারুন মিয়া বেলাল খান, ইমরান হোসেন, মোহাম্মদ ফয়ছল মনসুর, যুবেদুর রহমানসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।

আলোচনার পূর্বে কার্ডিফের বিভিন্ন এলাকা থেকে আগত বাংলাদেশিদের উপস্থিতিতে লোকে লোকারণ্য হয়ে ওঠে কার্ডিফ শহীদ মিনার। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ মনুমেন্ট ফাউন্ডার্স ট্রাস্ট কমিটি, ওয়েলস বিএনপি, ওয়েলস যুবদল, ওয়েলস আওয়ামী লীগ, ওয়েলস যুবলীগ, নিউপোট যুবলীগ ওয়েলস ছাত্রলীগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ওয়েলস রিজিওন ও নিউপোর্ট শাখা, অর্গানাইজেশন ফর দ্যা রেকগনিশন অফ্ বাংলা এ্যাজ এ্যান অফিসিয়াল ল্যাংগুয়েজ অফ্ দা ইউনাইটেড নেশনস ইউকে সাউথ ওয়েলস শাখা, বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন, ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস বাংলাদেশ সোসাইটি, ওয়েলস বাংলাদেশ উইমেন্স এসোসিয়েশন ও দলমত নির্বিশেষে কমিউনিটি নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের মানুষ প্রত্যেকেই ফুলের তোড়া হাতে নিয়ে শহীদ বেদিতে মহান মুক্তিযুদ্ধের বীরদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদনে একে একে পুষ্পমাল্য অর্পণ করেছেন।

আলোচনায় বক্তারা এ দিনটি বাঙালি জাতির বিশাল অর্জন ও গৌরবের উল্লেখ করে বলেন, যাদের কারণে আমরা লাল বৃত্ত সবুজ পতাকা পেয়েছি, প্রবাসের মাটিতে একেকজন রাষ্ট্রদূত হিসাবে আমরা বাংলাদেশের পতাকা বহন করে চলছি, সেই সব বীরদের অবদানের কথা কৃতজ্ঞতাচিত্তে স্মরণ করাসহ সকল শহীদানদের আত্মার মাগফেরাত কামনা করেছেন।

পরিশেষে কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনার কমিটির সেক্রেটারি কমিউনিটি নেতা মোহাম্মদ মকিস মনসুর উপস্থিত সবাইকে আজকের অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন