ডার্ক মোড
Tuesday, 29 April 2025
ePaper   
Logo
কক্সবাজারে জমির বিরোধের সংঘর্ষে নিহত ৩

কক্সবাজারে জমির বিরোধের সংঘর্ষে নিহত ৩

 তৌহিদুল ইসলাম ,কক্সবাজার 

কক্সবাজারের উখিয়া উপজেলায় চাচাতো ভাই-বোনদের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।

রোববার সকালে উপজেলার কুতুপালং পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে বলে উখিয়া থানার ওসি আরিফ হোসেন জানান।নিহতরা হলেন- কুতুপালং বাজার জামে মসজিদের খতিব আব্দুল্লাহ আল মামুন, তার চাচাতো ভাই আব্দুল মান্নান এবং চাচাতো বোন শাহিনা বেগম। 

কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, “জমির বিরোধ নিয়ে সংঘর্ষের জেরে এ ঘটনা ঘটে। হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে। তারা সবাই আপন চাচাতো ভাই-বোন।”

ওসি আরিফ বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পরে বিস্তারিত জানা যাবে।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন