ডার্ক মোড
Sunday, 13 July 2025
ePaper   
Logo
এলজিইডির দূরদর্শিতার অভাব সেতুতে উঠতে বাঁশের সাঁকো

এলজিইডির দূরদর্শিতার অভাব সেতুতে উঠতে বাঁশের সাঁকো

নিজস্ব প্রতিবেদক

ধোবাউড়া উপজেলার কৃষ্ণপুর ঘোষগাঁওয়ের লাঙ্গলজোড়া এলাকায় অবস্থিত সেতুতে উঠতে ব্যবহার করা হচ্ছে বাঁশের সাঁকো। সংযোগ সড়ক না থাকায় এবং সেতুর দুই পাশে মাটি সরে যাওয়ায় স্থানীয়রা বাঁশের সাঁকো দিয়ে সেতুটি পার হচ্ছেন। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।

তারা জানায়, গত জুলাই মাসে পাহাড়ি ঢলে সেতুর দুইপাশ ভেঙ্গে যায়। গামারীতলা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান বলেন, কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করা হবে।

এলজিইডির উপজেলা প্রকৌশলী শাহিনূর ফেরদৌস জানান, কাচা রাস্তা সংস্কারের কোন বাজেট নেই। তবে উপজেলা পরিষদ থেকে সংস্কার করা যেতে পারে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন