
সোনাগাজীতে অর্থনৈতিক অঞ্চলের সংযোগ সড়ক ও ব্রীজ নির্মান কাজ পরিদর্শন
সোনাগাজী(ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে অর্থনৈতিক অঞ্চলের সংযোগ সড়কে ফেনী নদীর উপর নির্মানাধীন দুটি চার লেনের ব্রীজ, চার লেনের ৪ কিলোমিটার সংযোগ সড়ক, রিভার ট্রেনিং, স্লোপ প্রোটেকশন নির্মানের স্থান নির্ধারনের জন্য পরিদর্শন করেছেন এলজিইডি ও ঠিকাদারী প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স (এনডিই)'র প্রতিনিধি দল।
বুধবার ( ৭ মে) দুপুরে সরেজমিনে প্রকল্প এলাকা পরিদর্শন করেন প্রতিনিধি দলের সদস্যরা।
এসময় ফেনী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো.মাহমুদ আল ফারুক, উপজেলা প্রকৌশলী মো.মনির হোসেন, ঠিকাদারী প্রতিষ্ঠানের মহা ব্যবস্থাপক প্রকৌশলী মো. কামরুজ্জামান, ব্যবস্থাপক প্রকৌশলী সাইফুল ইসলাম, সোনাগাজী উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও সাবেক মেয়র জামাল উদ্দিন সেন্টু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা,যুবদল নেতা এনাম উপস্থিত ছিলেন।
সুত্র জানায়, ফেনীর সোনাগাজী ও চট্রগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সংযোগ সড়কের ফেনী নদীর উপর দুটি ৪ লেনের ব্রীজ যার একটির দৈর্ঘ্য ৬৪০ মিটার অপরটির ২৩০ মিটার, ৪ কিলোমিটার ৪ লেনের সংযোগ সড়ক, ৪.২৯ কিলোমিটার রিভার ট্রেনিং, ৩.৩৬৫ কিলোমটির স্লোপ প্রোটেকশন সহ ছয় শত ত্রিশ কোটি একুশ হাজার টাকা ব্যায়ে 'ফেনী নদীর উপর সেতু নির্মান' নামক প্রকল্পের কাজ পায় ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স (এনডিই)।
ফেনী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো.মাহমুদ আল ফারুক বলেন, নদীর উপর সেতু নির্মানের জন্য প্রয়োজনীয় মালামাল আনা নেওয়ার করার কোন সড়ক এখানে নেই। তাই ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে আগামীতে সোনাগাজীর সাথে সংযোগের বিষয়টা মাথায় রেখেই তাদেরকে রাস্তা নির্মানের স্থান নির্ধারন করে দেওয়ার জন্যই পরিদর্শন করেছি।
ঠিকাদারী প্রতিষ্ঠানের মহা ব্যবস্থাপক প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, ব্রীজ নির্মানের কাজ শুরু হয়েছে, আগামী ৩ বছরের মধ্যে আমরা পুরো প্রকল্পটি বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করছি।
এলজিইডির সোনাগাজী উপজেলা প্রকৌশলী মো.মনির হোসেন বলেন, বাংলাদেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চলের সাথে সোনাগাজী উপজেলার সংযোগ স্থাপনের জন্য মুলত সর্বপ্রথম উদ্যোগ গ্রহণ করেন এলজিইডির প্রকল্প পরিচালক সোনাগাজীর কৃতি সন্তান প্রকৌশলী আমিনুর রশিদ চৌধুরী মাসুদ। তার সার্বিক প্রচেষ্টায় প্রকল্পটি এই অঞ্চলে বাস্তবায়ন হলে উন্নয়নে বদলে যাবে বিস্তৃর্ণ চর ও জনপদ।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন