ডার্ক মোড
Monday, 25 November 2024
ePaper   
Logo
আড়াইহাজারে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

আড়াইহাজারে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ইউনিয়ন বিএনপির নেতার নাম ব্যানারে না দেয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রæপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়। আহতদেও মধ্যে মাসুদ মিয়া (১৭), সাব্বির হোসেন (২৫) হাবিবুর রহমান (৪০), কাউসার মিয়া সহ (২৬) এর নাম জানা গেছে। এদের মধ্যে গুরুতর জখম হওয়ায় মাসুদ মিয়া ও সাব্বির হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। রোববার বিকাল তিনটার দিকে মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদ মাঠে শ্রীনিবাসদী ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল খেলা ছিলো সোমবার। এ উপলক্ষে রোববার সকাল থেকে ফাইনাল খেলার অনুষ্ঠানের মঞ্চ তৈরি শুরু হয়। এতে প্রধান অতিথি করা হয় কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীর সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে।

ওই দিন দুপুরের দিকে মঞ্চে ব্যানার টানানো হলে ব্যনারে ইউনিয়ন বিএনপির নেতা আমির হোসেনের নাম না থাকাকে কেন্দ্র করে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম শিকারীর অনুসারীদের মধ্যে বাকবিতÐার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে আমির হোসেনের অনুসারীরা অনুষ্ঠানের মঞ্চ ভেঙ্গে ফেলেন।

এ খবর মাসুম শিকারী অনুসারীদের মধ্যে পৌঁছালে বিকাল তিনটার দিকে দেশীয় অস্ত্রেসজ্জে সজ্জিত হয়ে আমির হোসেনের বাড়িতে হামলা করে। এক পর্যায়ে আমির হোসেনের অনুসারীরা পাল্টা হামলা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। তবে যেকোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আাইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন