ডার্ক মোড
Saturday, 26 April 2025
ePaper   
Logo
আদমদীঘিতে গৃহবধূকে নির্যাতনের ঘটনাশ শ্বাশুড়ি গ্রেপ্তার

আদমদীঘিতে গৃহবধূকে নির্যাতনের ঘটনাশ শ্বাশুড়ি গ্রেপ্তার

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি 

 

বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বেজার গ্রামে পারিবারিক কলহে আয়েশা সিদ্দিকা নামের এক গৃহবধূকে নির্যাতনের ঘটনায় তার শ্বশুড় লিটন হোসেন, শাশুড়ি তানজিলা বেগম ও ননদ সাদিয়া বিবির বিরুদ্ধে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

 

গতকাল (২৩ এপ্রিল) বুধবার নির্যাতনের ঘটনায় আয়েশার বাবা ইদ্রিস আলী বাদী হয়ে আদম দীঘি থানায় মামলা দায়ের করলে গতরাতে পুলিশ গৃহবধূর শ্বাশুড়ি তানজিলা বেগমকে (৩৯) গ্রেপ্তার করে আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করে। আয়েশা সিদ্দিকা (২০) নাটোর জেলার সিংড়া উপজেলার নিখিরা গ্রামের ইদ্রিস আলীর মেয়ে এবং বগুড়া জেলার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের লিটন হোসেনের ছেলে আরমান হোসেনর স্ত্রী।  

 

মামলার বরাত দিয়ে আদমদীঘি থানার উপ-পরিদর্শক হযরত আলী বলেন, ২০২৩ সালে নাটোর জেলার সিংড়া উপজেলার নিখিরা গ্রামের ইদ্রিস আলীর মেয়ে আয়শা সিদ্দিকার সাথে বগুড়া জেলার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বেজার গ্রামের লিটন হোসেনের ছেলে আরমান হোসেনের বিয়ে হয়। তাদের দু'জনের পরিবারে জমজ দু'টি পুত্র সন্তান আছে। সংসারে স্বচ্ছলতা আনতে স্ত্রীকে রেখে প্রবাসে চলে যায় স্বামী আরমান হোসেন। বিয়ের পর থেকে পারিবারিক নানা কলহে গৃহবধূ আয়েশাকে বিভিন্ন ভাবে শারীরিক এবং  মানসিক নির্যাতন করতো শ্বশুর বাড়ির লোকজন। বিষয়টি তার বাবা ইদ্রিস আলীকে জানালে আয়েশা সিদ্দিকার শ্বশুর লিটন হোসেন, শ্বাশুড়ি তানজিলা বেগম ও ননদ সাদিয়া বিবি ক্ষিপ্ত হয়ে গত বুধবার সকালে ওই গৃহবধূকে এলোপাতারি ভাবে মারধর করলে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। এরপর গৃহবধূর মাথার অর্ধেক অংশের চুল কেচি দিয়ে  কেটে দেয়।

 

স্থানীয় লোকজন জানতে পেরে নির্যাতনের শিকার আহত গৃহবধূ আয়েশাকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় ওইদিন গৃহবধূ আয়েশার বাবা ইদ্রিস আলী বাদী হয়ে শ্বশুর লিটন হোসেন, শাশুড়ি তানজিলা বেগম ও ননদ সাদিয়া বিবিকে আসামি করে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ রাতেই শাশুড়ি তানজিলা বেগমকে গ্রেপ্তার করে।

 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নির্যাতনের ঘটনার দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া তানজিলা বেগমকে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে তৎপরতা চলছে।

3

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন