ডার্ক মোড
Saturday, 26 April 2025
ePaper   
Logo
নাঃগঞ্জে স্ত্রীকে খুন করলো ঘাতক স্বামী

নাঃগঞ্জে স্ত্রীকে খুন করলো ঘাতক স্বামী

স্টাফ করেসপন্ডেন্ট, নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায়  স্ত্রীর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে স্বামী। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী গ্রামে ঘটে এই হৃদয়বিদারক ঘটনা। তথ্য নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) এনায়েত হোসেন।নিহত গৃহবধূ সুলেখা আক্তার (৪৫) নারান্দী গ্রামের বাসিন্দা এবং কলাগাছিয়া নয়াপাড়া গ্রামের আব্দুলের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, দুই দশক আগে তার বিয়ে হয় একই গ্রামের মৃত চান্দু মিয়ার ছেলে রব মিয়ার সঙ্গে। তাদের সংসারে রয়েছে চার কন্যাসন্তান।

 স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, একসময় কাপড়ের ব্যবসায় যুক্ত ছিলেন রব মিয়া। সংসারও চলছিল স্বাভাবিক। তবে কিছু বছর ধরে তিনি মানসিকভাবে অস্থির হয়ে পড়েন। ঘটনার দিন দুপুরে স্বামী-স্ত্রীর মাঝে শুরু হয় তীব্র বাকবিতণ্ডা। একপর্যায়ে রব মিয়া ছুরি হাতে তুলে নেন এবং ঘরের ভেতরেই সুলেখার গলায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করেন।ঘটনার পর, হাতে রক্তমাখা ছুরি নিয়ে ঘরের ভেতর বসে থাকতে দেখা যায় রব মিয়াকে। বেদনার্ত গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে তাকে আটক করে গণপিটুনি দেয়।

 আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) এনায়েত হোসেন জানান, আমরা ঘাতক স্বামীকে স্থানীয়দের কাছ থেকে উদ্ধার করে পুলিশি হেফাজতে রেখেছি। নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন