আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে টেস্ট পরীক্ষায় ফলাফল বিপর্যয়
নিজস্ব প্রতিবেদক
দেশের অন্যতম সেরা ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে গতকাল ঘোষিত টেস্ট পরীক্ষার ফলাফলে ৩০ ভাগ শিক্ষার্থী ফেল করায় শিক্ষা প্রতিষ্ঠানটিতে ৩ টি ক্যাম্পাসে অধ্যয়নরত প্রায় এিশ হাজার শিক্ষার্থীর অভিভাবকদের পক্ষে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক ফোরাম এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ জিয়াউল কবির দুলু, বনশ্রী শাখার সভাপতি আহসান উল্ল্যা মানিক, মুগদা শাখার আহবায়ক আ স ম আলমগীর এক বিবৃতিতে আসন্ন ২০২৫ সালের এস এস সি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য অনুষ্ঠিত টেস্ট পরীক্ষার ফলাফলে ও শিক্ষার মানের নিম্নগতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং স্কুল কর্তৃপক্ষকে আগামীতে পরীক্ষার ফলাফল উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহবান জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মতিঝিল ক্যাম্পাসে ৩০৩ জনের মধ্যে টেস্ট পরীক্ষায় পাস করেছে ১৯৩ জন,ফেল করেছে ১১০ জন। ৩টি ক্যাম্পাসেই একই অবস্থা। অভিভাবকরা শতভাগ শিক্ষার্থীর উওীর্ন আশা করে আসছে। কিন্তু আমরা গভীর ক্ষোভ ও উদ্বেগের সাথে লক্ষ্য করছি সন্মানিত শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের প্রতি যথাযথ আশানুরূপ সাফল্যের জন্য যত্ন নিচ্ছেন না। ভাল মানের শিক্ষকরা শ্রেণিতে মান সম্মত শিক্ষা দানের বদলে ব্যক্তি স্বার্থে কোচিং বানিজ্য ব্যস্ত থাকায় ক্লাসে যত্ন নিতে পারেন না।
আমরা তাদেরকে শ্রেণিকক্ষে দায়িত্বশীল ভুমিকা রাখার জন্য শিক্ষকগনের প্রতি অনুরোধ করছি এবং পাশাপাশি সারা দেশের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো ঘোষণা করার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় এর নিকট জোর দাবি জানান।