ডার্ক মোড
Sunday, 24 November 2024
ePaper   
Logo
বেতাগীর মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

বেতাগীর মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

নিজস্ব প্রতিবেদক

ঢাকাস্থ "বেতাগী উপজেলা কল্যান সমিতির" পক্ষ থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে থেকে মেধাবী অসচ্ছল ২০ জন ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান শুক্রবার ( ২২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল কবীর দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিচারপতি এ এম এন বশির উল্লাহ, উদ্বোধক হিসেবে ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব হাফিজুর রহমান, প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ডাক্তার সুলতান আহমেদ ও সাবেক জেলা জজ আলতাফ হোসেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, যুগ্ম - সাধারণ সম্পাদক এ একে এম জাহিদুর রহমানসহ সমতির ভিবিন্ন নেতৃবৃন্দ এবং এবং শিক্ষার্থীদের অভিভাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ করা হয়। বক্তরা এসময় শিক্ষার্থীদের ভবিষ্যতে আরো বেশি মনোযোগী হয়ে পড়ালেখা ও বিজ্ঞান চর্চার মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখার প্রতি গুরুত্ব আরোপ করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন