বেতাগীর মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
নিজস্ব প্রতিবেদক
ঢাকাস্থ "বেতাগী উপজেলা কল্যান সমিতির" পক্ষ থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে থেকে মেধাবী অসচ্ছল ২০ জন ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান শুক্রবার ( ২২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল কবীর দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিচারপতি এ এম এন বশির উল্লাহ, উদ্বোধক হিসেবে ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব হাফিজুর রহমান, প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ডাক্তার সুলতান আহমেদ ও সাবেক জেলা জজ আলতাফ হোসেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, যুগ্ম - সাধারণ সম্পাদক এ একে এম জাহিদুর রহমানসহ সমতির ভিবিন্ন নেতৃবৃন্দ এবং এবং শিক্ষার্থীদের অভিভাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ করা হয়। বক্তরা এসময় শিক্ষার্থীদের ভবিষ্যতে আরো বেশি মনোযোগী হয়ে পড়ালেখা ও বিজ্ঞান চর্চার মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখার প্রতি গুরুত্ব আরোপ করেন।