
৫ দফা দাবীতে লালমনিরহাট জেলা জামায়াতের ৫ কিলোমিটার ব্যাপী মানববন্ধন
মোঃ লাভলু শেখ, লালমনিরহাট
জুলাই সনদ বাস্তবায়ন ও পি আর পদ্ধতিসহ ৫ দফা দাবীতে বুধবার ১৫ অক্টোবর ২০২৫ ইং তারিখ। বিকেল সাড়ে ৪ টায় লালমনিরহাট জেলা জামায়াতের উদ্যোগে শহরের মিশন মোড় এলাকা থেকে মানববন্ধন সাপ্টীবাড়ী বাজার পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ লাইনের মানববন্ধন কর্মসূচী ১ ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও লালমনিরহাট জেলা আমীর এ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা সেক্রেটারি ও (আদিতমারী - কালীগঞ্জ)- ২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট মোঃ ফিরোজ হায়দার লাভলু, (পাটগ্রাম -হাতীবান্ধা) - ১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম রাজু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর ও দিনাজপুর অঞ্চলের পরিচালক ও সাবেক আমীর এবং লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এ্যাভোকেট আব্দুল বাতেন, জেলা নায়েবে আমীর মাওলানা মোঃ হাবিবুর রহমান ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এবং লালমনিরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী হাফেজ শাহ আলম, জেলা জামায়াতের ব্যবসায়ী শাখার দায়িত্বশীল নিয়াজ আহমেদ রেজা, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মোঃ আলাউল ইসলাম ফাতেমি পাভেল ও রংপুর অঞ্চলের শিবিরের পরিচালক মোঃ রাশেদুল ইসলাম রিজু প্রমূখ।
বক্তাগন অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন ও পি আর পদ্ধতিসহ ৫ দফা দাবী মেনে নিয়ে। আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে আয়োজন করার জোড় দাবী জানিয়েছে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচী দেয়ার ঘোষণা দিয়েছে।
উক্ত মানববন্ধনে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জামায়াতের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।