
পাঁচ দফা দাবিতে নীলফামারীতে জামায়াতে ইসলামীর মানববন্ধন
নীলফামারী সংবাদদাতা
পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণ ভোটের দাবীসহ ৫ দফা দাবিতে নীলফামারীতে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখা।
আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০ টায় শহরের গাছবাড়ি থেকে মশিউর রহমান ডিগ্রী কলেজ পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার ব্যাপী দীর্ঘ এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারে সভাপতিত্বে ও জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির ডক্টর খায়রুল আনাম, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, নীলফামারী -২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফি ও নীলফামারী-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মোন্তাকিম, নীলফামারী সদর উপজেলা আমির মাওলানা আবু হানিফা শাহ। এছাড়া ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলা আমির বক্তব্য রাখেন।
বক্তারা বলেন পাঁচ দফা দাবি শুধু জামায়াতে দাবি নয়, এই দাবি আজ গোটা দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের গণ দাবিতে দাবিতে পরিণত হয়েছে। তাই আগামী ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগে অবশ্যই গণভোট দিতে হবে। তা না হলে জামায়াতে ইসলামী সহ সমমনা দলগুলো সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন