ডার্ক মোড
Sunday, 27 July 2025
ePaper   
Logo
হাউস বোটে আসা ট্যুরিস্টদের (পর্যটক) কাছে মাদক বিক্রয় : নিলাদ্রীর নৌকা ঘাটে আসা দুই মাদক কারবারিকে ফের গ্রেফতার

হাউস বোটে আসা ট্যুরিস্টদের (পর্যটক) কাছে মাদক বিক্রয় : নিলাদ্রীর নৌকা ঘাটে আসা দুই মাদক কারবারিকে ফের গ্রেফতার

সিলেট ব্যুরো
হাউস বোটে আসা ট্যুরিস্টদের (পর্যটক) কাছে মাদক বিক্রয়ের জন্য নিলাদ্রীর নৌকা ঘাটে আসা দুই মাদক কারবারিকে ফের গ্রেফতার করেছে পুলিশ।


গ্রেফতারকৃরা হলেন- সুনামগঞ্জের তাহিরপুরের হাফানিয়া গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে সেলিম মিয়া, পাশর্^বর্তী বিন্নারবন গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আনোয়ার হোসেন।


শনিবার তাহিরপুর থানার দায়িত্বশীল অফিসার এমন তথ্য নিশ্চিত করেন।


এরপুর্বে শুক্রবার রাতে থানার টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের একটি টিম এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে বিদেশি মদের চালানসহ ওই দুই মাদক কারবারিকে গ্রেফতার করে।


থানা পুলিশ আরও জানায়, বিদেশি মদের চালানসহ গ্রেফতার সেলিম তার সহযোগী আনোয়ারের নামে শুক্রবার রাতেই পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়েরা করেছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন