ডার্ক মোড
Sunday, 27 July 2025
ePaper   
Logo
মিরসরাইয়ে

মিরসরাইয়ে "জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ , আলোচনা সভা অনুষ্ঠিত

 মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
 
চট্টগ্রামের মিরসরাই অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো "জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে  শপথ পাঠ" ও আলোচনা সভা।
 
শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে নয়টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সোমাইয়া আক্তার সোহাগী।
 
সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার মো: শামীম।
 
আরো বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ, সমাজসেবা কর্মর্তা সাবরিনা লিনা। উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, প্রকল্প কর্মকর্তা মো: ইসমাইল হোসেন,  জনস্বাস্থ্য প্রৌকশলী রাফাত বিন, শিক্ষা কর্মকর্তা ফজলুল হক, সাংবাদিক, স্বেচ্ছাসেবক, এতিমখানা, মাতৃত্বকালীন ভাতাভোগী, বয়স্কভাতা, বিধবাভাতা, সামাজিক নিরাপত্তা কর্মীসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ ।
 
আলোচনা সভার আগে অডিটোরিয়ামে উপস্থিত সবাই জাতীয়ভাবে ভিডিও কনফারেন্সে শপথ বাক্য পাঠ করেন।
আলোচনা সভায় বক্তারা  সামাজিক সচেতনতা, নারী ক্ষমতায়ন, সাংস্কৃতিক চর্চা এবং তরুণ প্রজন্মের সমাজ গঠনে ভূমিকা নিয়ে গুরুত্বারোপ করা হয়। 
আলোচনা সভা শেষে সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন