
লক্ষ্মীপুরে সনাকের উদ্যোগে পরিবেশ বিষয়ক এসিজি গঠন
আলমগীর হোসেন, লক্ষ্মীপুর
পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধি ও সেবাদাতা প্রতিষ্ঠানে সুশাসন এবং জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে লক্ষ্মীপুরে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে ১৯ সদস্য বিশিষ্ঠ পরিবেশ বিষয়ক অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে ২৫ জুলাই ২০২৫ সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সচেতন নাগরিক কমিটি (সনাক) এর জেলা কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত সকলের আলোচনা ও সম্মতিতে সমন্বয়ক হিসেবে মির্জা সাইফুল ইসলাম, সহ-সমন্বয়ক (নারী) হিসেবে জান্নাতুন নাঈমা এবং
সহ সমন্বয়ক (পুরুষ) হিসেবে সাংবাদিক রেজাউল করিম পারভেজ নির্বাচিত হন।
লক্ষ্মীপুর সনাক'র সভাপতি প্রফেসর মোঃ রফিকুল আহসানের সভাপতিত্বে ও টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মুহাম্মদ আবদুর রব খান’র সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, সনাকের সাবেক সভাপতি প্রফেসর জেড.এম ফারুকী, সদস্য মোহাম্মদ আবুল মোবারক ভূঁইয়া, খোদেজা খাতুন, ডা. নাহিদ রায়হান, রাজিব হোসেন রাজু, বাইশমারা মডেল একাডেমি এসিজির সমন্বয়ক মোঃ রিয়াদ হোসেন, ইয়েস দলনেতা মোঃ ফয়েজ হোসেন, সহ-দলনেতা (নারী) মেহেরাজিন আক্তার মীম, ইয়েস সদস্য মোঃ তারেক হোসাইন ও রেদোয়ান হোসেন রিমন, এসিজির নতুন কমিটির সদস্য কামরুল হাসান, সাইফুল ইসলাম, মোঃ আশরাফুল ইসলাম, ফুয়াদ হাসান, আছিবুর রহমান পিয়াস, নাজমুন নাহার, মু. রিদোয়ানুল ইসলাম , সাইফুল ইসলাম, জান্নাতুল নাঈম, ফরহাদ হোসেন, কাজী আব্দুর রহমান, মুহা: আলমগীর হোসেন, যুবায়ের হোসেন, রাশেদা মারজান প্রমুখ।
এসময় সনাক সভাপতি প্রফেসর মো:রফিকুল আহসান বলেন, লক্ষ্মীপুর পৌরসভা কর্তৃক পরিচালিত বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে বর্তমানে চরম বিশৃঙ্খলা বিরাজ করছে। পৌর এলাকায় যত্রতত্র ময়লা ফেলার কারণে এবং সময়মত ময়লা অপসারণ না করায় মানুষ বিভিন্ন কঠিন রোগে আক্রান্ত হচ্ছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে পৌর কর্তৃপক্ষকে তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। পাশাপাশি জনগণকেও সচেতন হয়ে পৌর কর্তৃপক্ষকে সহায়তা করতে হবে। এছাড়াও আমি মনে করি, লক্ষ্মীপুর পৌরসভাকে পরিবেশ বান্ধব পৌরসভায় রূপান্তর করার ক্ষেত্রে এসিজির সদস্যগণ সক্রিয়ভাবে কাজ করবেন এবং কাঙ্থিত পরিবর্তন আনবেন।
সভায় এরিয়া কো-অর্ডিনেটর মুহাম্মদ আব্দুর রব খান বলেন, টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে প্যাকটা প্রকল্পের আওতায় লক্ষ্মীপুরে পরিবেশ বিষয়ক এসিজির সদস্যগণ পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা, খালের দুষণরোধ ও পরিবেশ সুরক্ষায় জনসচেতনতামূলক বিভিন্ন কাজ করবেন। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় বিভিন্ন সমস্যা চিহিৃত করবেন এবং পরবর্তীতে পৌরসভা কর্তৃপক্ষকে চিহ্নিত সমস্যাবলী অবহিত করে সমস্যাগুলোর কার্যকর সমাধানে উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন।
উল্লেখ্য সভার শেষ পর্যায়ে সনাকের সাবেক সভাপতি প্রফেসর জেড.এম.ফারুকী উপস্থিত সকলকে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান।