
সাভারে সবুজ হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনা ও বিচারের দাবিতে মানববন্ধন
এইচ এম সাগর, সাভার:
সাভারে সাজ্জাদ হোসেন সবুজ নামের ২৪ বছর বয়সী এক যুবককে নৃশংসভাবে এগারো টুকরো করে হত্যার ঘটনায় আসামিদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন নিহতের পরিবার, আত্মীয় স্বজন ও এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের যাদুরচর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে একেই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন নিহতের পরিবার আত্মীয়-স্বজন বন্ধু বান্ধব সহ সমাজের সর্বস্তরের মানুষজন। মানববন্ধন থেকে জানানো হয় গেল তিন এপ্রিল বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে হেমায়েতপুরের যাদুরচর এলাকার ইউসুফ আলীর ছেলে সাজ্জাদ হোসেন সবুজকে মোবাইল ফোনে ডেকে নেন দুর্বৃত্তরা। পরে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে এগারো টুকরো করে হত্যা করে লাশ কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের একটি এলাকা ও মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় ফেলে যায় দুর্বৃত্তরা। পরে ৪ এপ্রিল খবর পেয়ে প্রথমে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ফলের কাটুন ভর্তি ওই যুবকের টুকরো করা লাশ উদ্ধার করে। পরে সেইদিনই লৌহজং এলাকা থেকে আরও টুকরো করা লাশ উদ্ধার করে। পরে টুকরো করা লাশ গুলো ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এখনো। পরে গ্রেফতার করে আসামিদের দ্রুত ফাঁসির দাবিতে আজ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা। পরে সম্প্রতি সাভার মডেল থানায় অজ্ঞাত আসামিদের নামে একটি মামলা দায়ের করে নিহতের পরিবার। কি কারনে এ হত্যাকান্ড তা জানাতে পারেনি পুলিশ।