ডার্ক মোড
Saturday, 12 April 2025
ePaper   
Logo
শ্রীপুরে অটোরিকশার ধাক্কায় আহত প্রাইভেটকার চালকের মৃত্যু, চিকিৎসক বলছেন দুর্ঘটনায় মৃত্যু হয়নি

শ্রীপুরে অটোরিকশার ধাক্কায় আহত প্রাইভেটকার চালকের মৃত্যু, চিকিৎসক বলছেন দুর্ঘটনায় মৃত্যু হয়নি

 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়ে হাসপাতালে নেওয়ার পথে রেজাউল ইসলাম (৩০) নামে এক প্রাইভেটকার চালকের মৃত্যু হয়েছে। বুধবার (২ এপ্রিল) ভোরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১ এপ্রিল) রাত সোয়া ৯টায় শ্রীপুর-মাওনা সড়কের মক্কা-মদিনা কারখানার সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন রেজাউল ইসলাম। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নতি না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক বিজন মালাকার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে স্বজনরা তাকে সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত রেজাউল ইসলাম ময়মনসিংহের ধোবাউরা উপজেলার ঘোষগাঁও গ্রামের মৃত ঈমান আলীর ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার ২ নম্বর সিএন্ডবি এলাকার আশ্রয়ণ প্রকল্পে বসবাস করতেন এবং প্রায় এক বছর ধরে শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারির প্রাইভেটকার চালাতেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, রাত ২টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি রেজাউলকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসার পর তিনি ভর্তি ছিলেন, পরে স্বজনরা এসে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তাকে কোনো নেশাজাতীয় দ্রব্য খাওয়ানো হতে পারে, যার কারণে বিষক্রিয়া ছড়িয়ে তার মৃত্যু হতে পারে।

শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, "অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়ে ওই চালকের মৃত্যু হয়েছে। তবে চিকিৎসকরা শরীরের বিষক্রিয়ার কারণে মৃত্যু হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন। এ বিষয়ে জানতে চাইলে শুনেছি, দুর্ঘটনার পর হৃদযন্ত্রের ক্রিয়া (স্ট্রোক) বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।"ময়নাতদন্ত হবে কিনা, এ বিষয়ে তিনি কিছু জানাননি।

এস এম জহিরুল ইসলাম

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন