ডার্ক মোড
Sunday, 13 April 2025
ePaper   
Logo
ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপজাতিদের নববর্ষ  উদযাপিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপজাতিদের নববর্ষ উদযাপিত

ডিউ কোর্সপোন্ডেড
পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের প্রধান সামাজিক উৎসব ‘সাংক্রাই-চাংক্রান-বিহু-বিষু-বিঝু-সাংগ্রাইং-সাংগ্রাই-বৈসু’ উপলক্ষ্যে আজ ১২ এপ্রিল ২০২৫ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আলোচনা সভা, র‌্যালি, ফুল ভাসানো, ঐতিহ্যবাহী খেলাধুলা, বর্ণমালা ও আলোকচিত্র প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কর্মসূচির উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ’ এই কর্মসূচির আয়োজন করে। এসময় অন্যান্যের মধ্যে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি অনন্ত তঞ্চঙ্গ্যা উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন