ডার্ক মোড
Sunday, 13 April 2025
ePaper   
Logo
ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিশুর ধর্ষণ মামলার আসামি পরিতোষ গ্রেফতার

ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিশুর ধর্ষণ মামলার আসামি পরিতোষ গ্রেফতার


আনোয়ার সাদাত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি——
দিনাজপুরের ফুলবাড়ীতে ১২ বছরের এক বাক প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার পলাতক আসামী
পরিতোষ চন্দ্র(৪২) কে গ্রেফতার করেছে থানা পুলিশ ও দিনাজপুর র্যাব—১৩ এর একটি
অভিযানিক দল। শনিবার (১২এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় পার্বতীপুর উপজেলার আমবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরিতোষ চন্দ্র (৪২) উপজেলার এলুয়ারী ইউনিয়নের পানিকাটা (মালিপাড়া) গ্রামের মৃত ওপিন চন্দে্রর ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, বাক প্রতিবন্ধী ওই শিশুর মা অন্যত্র থাকেন, তাই বাবার সাথে বসবাস করে সে। বাবা পার্শ্ববর্তী চিরিরবন্দর উপজেলার উচিৎপুর এলাকার একটি রাইস মিলের শ্রমিক। তাই প্রতিদিন সকাল ৮ টায় তাকে বাড়ি থেকে কর্মস্থলে যেতে হয়। বাবা কাজ শেষে ফিরে না আসা পর্যন্ত বাড়িতে একাই থাকে সে। ঘটনার দিন গত ২১ মার্চ তার বাবা কাজে না গিয়ে বাড়ির কিছু টুকিটাকি কাজের জন্য জিনিসপত্র কিনতে সকাল ৯টার দিকে স্থানীয় জলপাইতলি বাজারে যান। সাড়ে ১০টায় বাজার থেকে ফিরে তার মেয়ের কান্নার শব্দ শুনতে পেয়ে মেয়ের ঘরে গিয়ে দেখেন প্রতিবেশী পরিতোষ চন্দ্র (৪২) জোরপূর্বক মেয়েকে ধর্ষণ করছে এবং তার মেয়ে ধর্ষকের হাত থেকে রক্ষা পেতে কান্নাকাটি করছে।এ সময় তাকে আটকের চেষ্টা করলে সে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে আসেন। এ সময় বাক প্রতিবন্ধী ওই শিশু তার বাবাকে আকার ইঙ্গিতে জানায়, পরিতোষ চন্দ্র তাকে জোরপূর্বক ধর্ষণ করেছে। ইতোপূর্বেও তার বাবা কাজে চলে গেলে পরিতোষ বাড়িতে এসে মেয়েকে উত্যক্ত করত বলে আকার ইঙ্গিতে তার বাবাকে জানালে, তার বাবা মানসন্মানের ভয়ে কাউকে কিছু বলেনি। এঘটনার পরের দিন (২২মার্চ) ধর্ষিত বাক প্রতিবন্ধীর বাবা বাদি হয়ে ফুলবাড়ী থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত ২০০৩) এর ৯(১) ধারায় একটি ধর্ষন মামলা দায়ের করেন। যার মামলা নং—১৫। সেই মামলায় পুলিশ ও দিনাজপুর র্যাব—১৩ এর
একটি আভিযানিক দল অভিযান চালিয়ে পরিতোষ চন্দ্রকে পার্বতীপুর উপজেলার আমবাড়ী
এলাকা থেকে শনিবার দুপুর সাড়ে ১২ টায় গ্রেফতার করে। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল বলেন, মামলা হওয়ার পর থেকে আত্মগোপনে ছিল ধর্ষক পরিতোষ। তথ্য প্রযুক্তির সহায়তায়, গোপন সংবাদের
ভিত্তিতে পুলিশ ও র্যাব যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। প্রাথমিক
জিজ্ঞাসাবাদ শেষে তাকে রোববার আদালতে সোপর্দ করা হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন