ডার্ক মোড
Friday, 18 April 2025
ePaper   
Logo
লুট হওয়া তিন ট্রলার উদ্ধার, অস্ত্রধারীকে খুঁজছে পুলিশ

লুট হওয়া তিন ট্রলার উদ্ধার, অস্ত্রধারীকে খুঁজছে পুলিশ

এইচ এম সাগর, সাভার:
ঢাকার সাভারে দাবিকৃত চাঁদা না দেওয়ায় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে ট্রলার লুটের ঘটনায় সেই অস্ত্রধারীকে গ্রেপ্তার করতে না পারলেও লুট হওয়া ট্রলার দুটি উদ্ধার করেছে পুলিশ। এর আগে গতকাল রাতেই ফুডনগর থেকে আরও একটি ট্রলার উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টার দিকে মানিকগঞ্জের সিংগাইর থানার ভাটিরচর এলাকায় অভিযান চালিয়ে ট্রলার দুটি উদ্ধার করা হয়। এর আগে গতকাল বুধবার (৯ এপ্রিল) বিকেলে সাভার পৌর এলাকার কর্ণপাড়া মহল্লায় বংশী নদীর মিলন ঘাটে অস্ত্রের মুখে দুইটি নৌকা লুট করে অভিযুক্তরা। অভিযুক্তরা হলেন- মানিকগঞ্জের সিঙ্গাইরের ফুডনগর এলাকার অন্তর খান (২৬), মাহাবুল্লাহ খানের ছেলে মোর্শেদ খান (২৫), মোশারফ খান (২৮), হৃদয় (২৫), রনি খান (৪২) সহ অজ্ঞাতনামা আরও ১০/১২ জন। ঘাটের ইজারাদার কামরুল ইসলামের ছেলে হেদায়েতুল্লাহ বলেন, লুট হওয়া নৌকা দুইটি মিলন ঘাট এলাকার খেয়া পারাপরের কাজে ব্যবহার করছিলেন তার বাবা কামরুল ইসলাম। দীর্ঘ দিন ধরে সাভারের কাতলাপুর কর্ণপাড়া মিলনঘাটে বৈধভাবে ইজারা নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছি। অন্তর নামে এক ব্যক্তি ও তার বাহিনী ঈদ উপলক্ষে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা গতকাল বিকেলে অন্তরসহ কয়েক জন পিস্তল নিয়ে ঘাটের মাঝিকে অস্ত্রের মুখে জিম্মি করে তিনটি ইঞ্জিন চালিত ট্রলার লুট করে নিয়ে যায়। এসময় ঘাটে আতঙ্ক সৃষ্টি করার জন্য তারা তিন রাউন্ড গুলি ছোড়ে। এঘটনায় মামলা দায়ের হলে বৃহস্পতিবার বিকেলে লুট হওয়া ট্রলার দুটি উদ্ধার করে পুলিশ। সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিঞা বলেন, এঘটনায় ভুক্তভোগী মামলা দায়ের করেছেন। ঘটনার পরপরই লুট হওয়া একটি নৌকা উদ্ধার করা হয়। পরে বৃহস্পতিবার বিকেলে অভিযান পরিচালনা করে আরও দু'টি নৌকা উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, অস্ত্রধারী অন্তর কে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন