ডার্ক মোড
Friday, 18 April 2025
ePaper   
Logo
রাউজানে চাঁদা না দেওয়ায় প্রবাসী ও নারীসহ পাঁচজনকে কুপিয়ে আহতের অভিযোগ

রাউজানে চাঁদা না দেওয়ায় প্রবাসী ও নারীসহ পাঁচজনকে কুপিয়ে আহতের অভিযোগ

 

 
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের রাউজানে দাবিকৃত ৫ লাখ টাকার চাঁদা না দেওয়ায় মামুন নামে এক প্রবাসী ও নারীসহ পাঁচজনকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ০৪ নম্বর ওয়ার্ডের সিন্নি বটতল এলাকায় এ ঘটনা ঘটে। আহত চারজন হলেন, উপজেলার হলদিয়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মো. নুরুল আলমের ছেলে মো. মামুন (৩৫), একই এলাকার আবদুল খালেকের ছেলে শাহাজান (৩০), ইদ্রিসের ছেলে রুবেল (২৮), মো. আলমগীরের ছেলে ইউসূফ (২৬), এসকান্দরের স্ত্রী ইয়াছমিন (৩০)। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে রাউজান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী প্রবাসী মো. মামুন। অভিযোগপত্রে উল্লেখ করা হয় স্থানীয় রাশেদ (৩৭) নামে এক যুবক প্রবাসী মামুনের কাছে ৫লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা প্রদানে তিনি অপারগতা প্রকাশ করলে রাশেদ ক্ষিপ্ত হয়ে তাকে ছুরিকাঘাতের চেষ্টা করে। এসময় ইউসূফ তাকে রক্ষা করার জন্য এগিয়ে এলে তাকেও বেধরক মারধর করে। এরপর স্থানীয় লোকজন এগিয়ে আসার পর তারা পালিয়ে যায়। স্থানীয়রা ইউসুফকে আহত অবস্থায় সিএনজি চালিত অটোরিকশাযোগে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে কাজলের দোকানের সামনে পুনরায় পথরুদ্ধ করে তাদেরকে হামলা করে। এসময় ইউসুফ ছাড়া বাকী চারজনকে কিরিচ দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে। একই সঙ্গে সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর করা হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। এর পূর্বেই রাশেদসহ সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনার প্রত্যক্ষদর্শী সিএনজি অটোরিকশা চালক ইউনুস বলেন, আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার সময় রাশেদ, রুবেল, দেলোয়ার, এসকান্দর, সোহেল আমাদের পথরুদ্ধা করে হামলা চালায়। পাঁচজনকে কুপিয়ে আহত করে। এসময় তারা আমার গাড়িটি ভাঙচুর চালায়। ভুক্তভোগী প্রবাসী মো. মামুন বলেন, আমি গত ২৬ মার্চ প্রবাস থেকে ছুটিতে দেশে আসি। এরপর রাশেদ আমার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে আমাকে ছুরিকাঘাতের চেষ্টাকালে ইউসূফ নামে এক প্রতিবেশী রক্ষা করে। পরে ইউসূফকে পিটিয়ে আহত করায় তাকে হাসপাতালে নেওয়ার পথে পুনরায় হামলা চালিয়ে আমাদের কিরিচ দিয়ে কুপিয়ে আহত করে। স্থানীয়সহ আমাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। অভিযুক্ত মো. রাশেদ বলেন, আমার বিরুদ্ধে চাঁদা দাবি ও আমি কিরিচ দিয়ে আহত করার যে অভিযোগ আনা হচ্ছে তা মিথ্যা। বরং তারা আমার উপর হামলা চালিয়েছে। আমাকে আহত করেছে। আমি থানায় অভিযোগ দিবো। এই প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইঁয়া বলেন, ‘চাঁদাবাজির বিষয়টি উল্লেখ করে কুপিয়ে ৫জনকে আহতের অভিযোগ পেয়েছি। এটি চাঁদাবাজিকে কেন্দ্র করে ঘটেছে, নাকি অন্যকোনো কারণে ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। তদন্ত পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
 
 
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন