ডার্ক মোড
Thursday, 16 October 2025
ePaper   
Logo
যেখানেই ওসমান গণী সেখানেই দুর্নীতি :  প্রতিদিন গাজীপুর জেলা রেজিস্ট্রারকে ২ লক্ষ টাকা দিয়ে টঙ্গীতে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন সাব -রেজিস্ট্রার ওসমান গনী মন্ডল

যেখানেই ওসমান গণী সেখানেই দুর্নীতি : প্রতিদিন গাজীপুর জেলা রেজিস্ট্রারকে ২ লক্ষ টাকা দিয়ে টঙ্গীতে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন সাব -রেজিস্ট্রার ওসমান গনী মন্ডল

 


বিশেষ প্রতিনিধি

প্রতিদিন পত্রিকার পাতা উল্টালে সাব-রেজিস্ট্রি অফিসের দুর্নীতিতে যার নামটা আগের চোখে পড়ে সে আর কেউ নয় ওসমান গনি মন্ডল।

মুজিবনগর সরকারের ভুয়া কর্মচারী ও ভুয়া মুক্তিযোদ্ধা সনদে আদালতের মাধ্যমে চাকুরী পাওয়া শীর্ষ দুর্নীতিবাজ সাব রেজিস্টার ওসমান গনী মন্ডল এখন গাজীপুরের কাপাসিয়া ও টংগী সাব- রেজিস্ট্রি অফিসে এক মূর্তিমান আতঙ্কের নাম।

ঘুষ ছাড়া কোন দলিল সই করেন না তিনি। নিয়ম-নীতির কোনো তোয়াক্কা না করেই ইচ্ছা স্বাধীন অফিস করেন টংগীর অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সাব রেজিস্ট্রার ওসমান গনী মন্ডল।

রাত ৯ টা পর্যন্ত টংগী দলিল রেজিষ্ট্রি করায় বাহিরে খুবই বিতর্কিত এই সাব রেজিস্ট্রার।
জেলা রেজিস্ট্রার মো: মিজানুর রহমান ও ওসমান গনীর একই জেলায় বাড়ী।

ও দূর সম্পর্কে আত্মীয় হওয়ার সুবাদে কালীগঞ্জে সাব রেজিস্ট্রারের পার টাইম কেটে অতিরিক্ত দায়িত্ব দেন কাপাসিয়ার সাব রেজিস্ট্রার ওসমান গনী মন্ডলকে। ফলে জেলা জুড়ে আলোচনার ঝড় বয়ে যাচ্ছে।

টাকার জন্য জন হয়রানী, শ্রেণী পরিবর্তন, সরকারি রাজস্ব ফাঁকি ও বনের জমি দলিল রেজিস্ট্রিতে সিদ্ধ হস্ত সাব রেজিস্ট্রারকে শ্রীপুর হতে মন্ত্রণালয় পাবনা সদরে বদলি করলেও ২ কোটি টাকা উপঢকন
দিয়ে চলে আসেন কাপাশিয়া।

কাপাশিয়ায় যোগদান করে প্রথমে কালিয়াকৈর পরে টংগীর অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।
সামান্য ভুল হলে দলিল লেখকদের মুখের উপর দলিল মারা অশালীন কথাবার্তা বলে হুমকি দেওয়ার কারনে অকারনে ঘুষ আদায় করে ওসমান গনী মন্ডল টংগীতে খুবই বিতর্কিত হয়ে পড়েছেন।

দুর্নীতি দমন কমিশন ও আইন মন্ত্রণালয়ের তার বিরুদ্ধে অনেকে অভিযোগ করেছেন। তবুও থামছে না ওসমান গনির দুর্নীতি। পরিচয় পত্রের ফটোকপি, ব্যবহার করলে ভায়া দলিলের মূল কপি না থাকলেই ইচ্ছামত ঘুষ আদায় করেন তিনি।

দুর্নীতিতে পটিয়সী সাব রেজিস্ট্রার ওসমান গনীর রয়েছে অবৈধ সম্পদের পাহাড়। ঢাকার উওরা, টংগী,শ্রীপুর, ধনবাড়ী, বাড্ডা, আশুলিয়া, মোহাম্মদপুর, ধানমন্ডি, পূর্বাচল, কুড়িগ্রামের রাজার হাট, রংপুর শহরের প্রাণ কেন্দ্রে কেরামতিয়া সংলগ্ন গড়ে তুলেছেন বিলাসবহুল আলিশান বাড়ি, ফ্লাট ও প্লট। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের শীর্ষ স্থানীয় লোভনীয় অফিসগুলোতেও চাকুরী করছেন তিনি।

সাবেক আইনমন্ত্রী দুর্নীতিবাজ পিএস মাসুমকে ধর্মের বাপ ডেকে দেশের লোভনীয় স্থানগুলোতে পোস্টিং নিয়ে এসব অবৈধ সম্পদ গড়ে তুলেছেন ওসমান গনি।

এ ব্যাপারে ওসমান গনীর সাথে কথা বললে তিনি জানান রাত ৯ টা পর্যন্ত দলিল তো করবোই প্রতিদিন জেলা রেজিস্ট্রার মিজানুর রহমানকে দুই লক্ষ টাকা দিয়ে পার্ট টাইম অফিস করছি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন