ডার্ক মোড
Sunday, 13 July 2025
ePaper   
Logo
মান্দা বিএনপির দিবার্ষিক  কাউন্সিল:  সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী, ভোট হবে শুধু সাংগঠনিক পদে

মান্দা বিএনপির দিবার্ষিক কাউন্সিল: সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী, ভোট হবে শুধু সাংগঠনিক পদে

 
 
এম রেজাউল ইসলাম. নওগাঁ
 আসন্ন দ্বিবার্ষিক কাউন্সিল-২০২৫ উপলক্ষে মান্দা উপজেলা বিএনপির নেতৃত্ব নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক ব্রিফিং করেছে নির্বাচন পরিচালনা কমিটি। 
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে  এক প্রেস ব্রিফিংয়ে কমিটির আহ্বায়ক স ম আ আল কাফি তুহিন প্রার্থীদের বর্তমান অবস্থা তুলে ধরেন।
 
ব্রিফিংয়ে জানানো হয়, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একক বৈধ প্রার্থী রয়েছেন। সভাপতি পদে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মতিন,
 সাধারণ সম্পাদক পদে বর্তমান আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় থেকে গেছেন।
এর আগে সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছিলেন তিনজন, তবে দুজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। একইভাবে সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থী থাকলেও
 ডা. ইকরামুল বারি টিপু মনোনয়ন প্রত্যাহার করেন।
তবে নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে, একক প্রার্থী থাকা সত্ত্বেও কাউকে এখনো আনুষ্ঠানিকভাবে 'নির্বাচিত' ঘোষণা করা হয়নি। পুরো নির্বাচন প্রক্রিয়া শেষে, ১৮ জুলাই সরাসরি ভোটগ্রহণ শেষে সব পদে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
 
বর্তমানে সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন প্রার্থী—কুমার বিশ্বজিৎ, শামসুল ইসলাম বাদল, আব্দুল মতিন মন্ডল, নূর বক্স মন্ডল, আজহার আলী সেতু এবং এস এম রফিকুল ইসলাম। এ পদে সরাসরি ভোটগ্রহণ হবে আগামী ১৮ জুলাই, শুক্রবার।
 
আহ্বায়ক স ম আ আল কাফি তুহিন বলেন,
“প্রার্থীদের যাচাই-বাছাই ও প্রত্যাহারের পর প্রাথমিক চিত্র স্পষ্ট হয়েছে। নিয়ম মেনে পুরো প্রক্রিয়া শেষ হওয়ার পরই ফল ঘোষণা করা হবে।”

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন