ডার্ক মোড
Sunday, 13 July 2025
ePaper   
Logo
ঢাকায় ব্যবসায়ী হত্যার প্রতিবাদে রাজাপুরে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

ঢাকায় ব্যবসায়ী হত্যার প্রতিবাদে রাজাপুরে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

 
 
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি 
 
 মিটফোর্ড হাসপাতালের মূল ফটকের সামনে প্রকাশ্য দিবালোকে মোহাম্মদ সোহাগ নামে এক ব্যবসায়ীকে পাথর দিয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ঝালকাঠির রাজাপুরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন। শুক্রবার (১১ জুলাই) রাতে ইসলামী ছাত্র আন্দোলন রাজাপুর উপজেলা শাখার আয়োজনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
 
বিক্ষোভ মিছিলটি উপজেলার বাইপাস মোড় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব ও থানার সামনে এসে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন রাজাপুর উপজেলার সভাপতি মাহমুদুল হাসান। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক বেলাল হাবশী।
 
মিছিলে আরও উপস্থিত ছিলেন – ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাওলানা আল-আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সহ-সভাপতি মাওলানা হেদায়েতুল্লাহ ফয়জী,
জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম আল হাদী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝালকাঠি জেলা শাখার সদস্য মাওলানা ডাক্তার হেমায়েত উদ্দিন, ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন জেলা সাংগঠনিক সম্পাদক ইসহাক বিন আব্দুল আউয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা সভাপতি মাস্টার জাহিদুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন উপজেলা সভাপতি ইব্রাহিম খলিল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা কবির হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন উপজেলা সহ-সভাপতি মফিজুর রহমানসহ তাওহীদি জনতা।
 
বক্তারা বলেন, “এ হত্যাকাণ্ডে জড়িত যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকিসহ সকল খুনিদের জনসমক্ষে এভাবেই পাথর ছুড়ে মেরে হত্যার শাস্তি দিতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন